কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ?

A অবচয়

B অবলোপন

C প্রাথমিক খরচ

D অগ্রিম প্রদত্ত ভাড়া

Solution

Correct Answer: Option D

- মুনাফা জাতীয় ব্যয়সমূহের উপযোগ একাধিক হিসাব কাল পর্যন্ত চালু থাকলে তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বা খরচ বলে।
- অগ্রিম প্রদত্ত ভাড়া হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ।
- উদাহরণস্বরূপ বলা যায়, ৫ বৎসরের জন্য চলীত বছরে ভাড়া ৫০০০ টাকা। এখানে চলতি বছরের ভাড়া বাবদ ব্যয় হবে (৫০০০/৫) বা ১০০০ টাকা, যা লাভ বা ক্ষতি হিসেবের ডেবিট পার্শ্বে যাবে। অবশিষ্ট ব্যয় (৫০০০ - ১০০০) = ৪০০০ টাকা বিলম্বিত ব্যয় হিসেবে উদ্বৃত্ত পত্রের সম্পদ পার্শ্বে থাকবে। এভাবেই পরবর্তী ৪ বছরের মধ্যে বিলম্বিত ব্যয় শেষ হয়ে যাবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions