জাতিসংঘের গণহত্যা বিষয়ক 'Genocide Convention' কবে স্বাক্ষরিত হয়?
Solution
Correct Answer: Option A
- জাতিসংঘের "Convention on the Prevention and Punishment of the Crime of Genocide" বা "Genocide Convention" ৯ ডিসেম্বর, ১৯৪৮ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এবং স্বাক্ষরিত হয়।
- এটি ছিল প্রথম আন্তর্জাতিক চুক্তি যা গণহত্যাকে একটি অপরাধ হিসেবে স্বীকৃতি দেয় এবং এর প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার জন্য রাষ্ট্রগুলোর উপর দায়িত্ব আরোপ করে।
- এই চুক্তি ১২ জানুয়ারি, ১৯৫১ তারিখে কার্যকর হয়।