প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগ কত বৃদ্ধি পায় ?
Solution
Correct Answer: Option B
তাপমাত্রা বাড়লে কোন মাধ্যমে এর ঘনত্ব কমে যায় ,ফলে শব্দের বেগ বেড়ে যায় ।কেননা কম ঘনত্ব সম্পন্ন কোন মাধ্যমে যে কোন বস্তু বা পদার্থ দ্রুত গমন করতে পারে ।বায়ুর তাপমাত্রা যত বাড়ে বায়ুতে শব্দের বেগও তত বাড়ে .১⁰ C তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুতে শব্দের বেগ ০.৬ মি /সে মি বৃদ্ধি পায় ।