অণু ওয়াশিং সোডায় কত অণু পাণি উপস্থিত থাকে ?
Solution
Correct Answer: Option D
সোডিয়াম কার্বনেট কে সোডা অ্যাস বলা হয় ।সোডা অ্যাসের ১ অণুর সাথে ১০ অণু পানি রাসায়নিকভাবে যুক্ত হলে তাকে কাপড় কাচা বা ওয়াশিং সোডা বলে ।কাপড় কাচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট ।কাপড় পরিষ্কার করতে এটি ব্যবহার হয় ।