দুধের রং সাদা হয় কেন?

A শর্করার জন্য

B প্রোটিনের জন্য

C চর্বির জন্য

D কোনটি নয়

Solution

Correct Answer: Option B

• দুধের রং সাদা হয় মূলত ক্যাসেন-এর জন্য। এই ক্যাসেন এক ধরনের প্রোটিন।
• দুধে এই প্রোটিনই পরিমাণে সবচেয়ে বেশি থাকে।
• ক্যাসেনে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম কিন্তু মানুষের শরীরের জন্য ভীষণ জরুরি।
• ক্যালসিয়ামই আমাদের শরীরের হাড়গোড় শক্তপোক্ত করে তোলে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions