মিত্র শক্তি হিসেবে ইতালি কত সালে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়?
Solution
Correct Answer: Option D
প্রথম বিশ্বযুদ্ধের মিত্র শক্তি (Allied Powers):
মৈত্রী আঁতাতের পক্ষসমূহের সাথে ৬টি দেশ প্রধান সদস্য ছিল:
ক. জার সাম্রাজ্য (রাশিয়া) [১৯১৭ সালের অক্টোবরে যুদ্ধ থেকে প্রত্যাহার করে নেয়]
খ. ফ্রান্স
গ. ব্রিটিশ সাম্রাজ্য
ঘ. ইতালি [১৯১৫ সালে যোগ দেয়]
ঙ. জাপান
চ. যুক্তরাষ্ট্র [১৯১৭ সালে যোগ দেয়] সার্বিয়া, মন্টিনিগ্রো ও বেলজিয়াম মিত্রশক্তির সহযোগী সদস্য ছিল । এছাড়াও, চীন মিত্রশক্তিকে সমর্থন করেছিল ।