রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে?
A লোহিত কণিকা
B অনুচক্রিকা
C শ্বেতকণিকা
D লসিকা কোষ
Solution
Correct Answer: Option B
- Thrombocyte বা অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
অন্যদিকে
- শ্বেত কণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে।
- Red blood corpuscle বা লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন পরিবহন করে।