Solution
Correct Answer: Option D
- পারদ রূপালী সাদা রঙের একটি ভারী মৌলিক পদার্থ।
- এটি একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা ও চাপে তরল অবস্থায় থাকে।
- এর প্রতীক Hg এবং পারমাণবিক সংখ্যা ৮০।
- পারদকে ইংরেজিতে বলে মার্কারি।
- এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অস্বাভাবিকভাবে কম। তাই থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়।
- গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হওয়ায় অল্প তাপে পারদের আয়তন বৃদ্ধি পায়। ফলে তাপমাত্রা সহজে সূক্ষ্মভাবে মাপা যায়।