সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে-
Solution
Correct Answer: Option B
- পারদ রূপালী সাদা রঙের একটি ভারী মৌলিক পদার্থ।
- এটি একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা ও চাপে তরল অবস্থায় থাকে।
- এর প্রতীক Hg এবং পারমাণবিক সংখ্যা ৮০।
- পারদকে ইংরেজিতে মার্কারি বলে।
- পর্যায় সারণিতে এর অবস্থান ষষ্ঠ পর্যায়ের দ্বাদশ গ্রুপে।
- এটি একটি ডি-ব্লক মৌল এবং এর ভর ২০০.৫৯২ গ্রাম।
- অন্যান্য ধাতুর তুলনায় এর তাপ পরিবাহিতা কম, কিন্তু তড়িৎ পরিবাহিতা বেশি। এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অস্বাভাবিকভাবে কম।