Solution
Correct Answer: Option C
- ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে DNA.
- DNA এর অংশবিশেষ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক, যাকে জিন বলা হয়।
- RNA জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে DNA-কে সাহায্য করে।
- ক্রোমোজোম DNA এবং RNA-কে বাহক হিসেবে ধারণ করে।
- ক্রোমোজোম DNA, RNA-কে সরাসরি বহন করে পিতা-মাতা থেকে তাদের পরবর্তী বংশধরের মাঝে নিয়ে যায়।
- কোষ বিভাজনের মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে বংশগতির এ ধারা অব্যাহত থাকে। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়।