ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক। পৃথিবীর অন্যতম গুরুত্ববহ বিনিয়োগ বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত বলে এর প্রসিদ্ধি জগৎজোড়া।অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক দৈনিক পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সদর দপ্তর এ সড়কেই অবস্থিত। কার্যত বিংশ শতাব্দীতে "ওয়াল স্ট্রিট" বিশ্ব অর্থনীতির তাপমান যন্ত্রে পরিণত হয়েছে।
∎ গ্রেট ব্রিটেন নিয়ে গুরুত্তপুর্ণ তথ্যঃ
১.ইংল্যান্ড+ স্কটল্যান্ড+ ওয়েলস = গ্রেট ব্রিটেন(১৭০৭ সালে)
২.ইংল্যান্ড+ স্কটল্যান্ড+ আয়ার ল্যান্ড+ওয়েলস = যুক্তরাজ্য( ১৮০১ সালে)
৩.পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে> যুক্তরাজ্যে
৪.ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়> ম্যাগনাকার্টা (১২১৫)
৫.ইংল্যান্ডের শাসনতন্ত্রের বাইবেল ম্যাগনাকাটা স্বাক্ষরিত হয় >রানীমেড দ্বীপে > রাজা জন ও ইংল্যান্ডের জনগণের মধ্যে।
৬.যুক্তরাজ্যের সংবিধান > অলিখিত
৭.যুক্তরাজ্যের সর্বোচ্চ পবর্তশৃঙ্গ? বেননেভিস
৮.ইউরোপ তথা বিশ্বের সবচেয়ে বড় শহর / বিশ্বে রাজধানী> লন্ডন
৯.ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস নিয়ে গ্রেট ব্রিটেন গঠিত যা টেমস নদীর তীরে অবস্থিত।
১০.ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয় অষ্টদশ শতাব্দীর শেষ দিকে
১১.যুক্তরাজ্যের বেসামরিক সর্বোচ্চ খেতাব > নাইট হুট
১২.ভিক্টোরিয়া ক্রস হল ব্রিটেনের সামরিক সর্বোচ্চ খেতাব
১৩.The king can do no wrong লেখা আছে ব্রিটেনের সংবিধানে
১৪.১ম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন> হেনরি আসকুইথ ও ডেভিট লয়েড জর্জ।
১৫.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন > উইন্সটন চার্চিল+চেম্বার লিন
১৬. ব্রিটেনের ১ম প্রধানমন্ত্রী > স্যার রবার্ট ওয়ালপোল
১৭. ব্রিটেনেরে ১ম রাজা ছিলেন > অ্যালফ্রেড দি গ্রেট
১৮.অস্ট্রেলিয়া, কানাডা ও জ্যামাইকা তাদের দেশের সর্বপ্রধান হিসেবে ব্রিটেনের রানী কে মানেন।
১৯.একজন রাজা সাধারণ মহিলাকে বিয়ে করে সিংহাসনচু্ত হন > ৮ম অ্যাডওয়ার্ড
২০. চ্যান্সেলর অব দ্য এক্সচেকার হলো > ইংল্যান্ডের অর্থমন্ত্রীর উপাধি
২১.ইংল্যান্ড এবং ফ্রান্স এর মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয় > ১৩৩৮ সালে
২২.ইউরোপের লৌহমানবী মার্গারেট থ্যাচার ক্ষমতায় ছেলেন > ১১ বছর