The length of three sides are given below. In which case a triangle can be drawn?
Solution
Correct Answer: Option A
(প্রশ্ন- তিনটি বাহুর দৈর্ঘ্য নীচে দেওয়া হল। কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা যাবে?)
জানা আছে,কোনো ত্রিভুজের যেকোন দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা সর্বদা বৃহত্তম হবে।
(a) 5 + 6 > 7 ;সুতরাং 5 cm, 6 cm ও 7 cm বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে।
(b) 3 + 4 = 7; সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ আকা যাবে না।
(c) 5 + 7 < 14; সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ আকা যাবে না।
) 2 + 4 > 8; সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ আকা যাবে না।