(প্রশ্ন-একটি বৃত্তের দুটি পারস্পরিক লম্ব জ্যা AB এবং AC এর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি এবং 12 সেমি হলে, বৃত্তের ব্যাসার্ধ কত সেমি?)
.png)
AB লম্ব ACঅতএব ∠ BAC = 90°
বৃত্তের ব্যাসের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন 90 ডিগ্রি হয় ।
অতএব BC অবশ্যই ঐ বৃত্তের ব্যাস।
অতএব বৃত্তটির ব্যাসার্ধ =1/2 BC
কিন্তু ABC সমকোণী ত্রিভুজে,পীথাগোরাসের সূত্র অনুযায়ী,
BC
2 = AB
2 + AC
2ওটোএব BC = √(AB
2 + AC
2) = √ (5
2 + 12
2) = 13 cm
অতএব ব্যাসার্ধ =1/2 × BC=1/2 × 13 =6.5 cm