'অর্ধেক তার করিয়াছে নারী ,অর্ধেক তার নর ' -কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ ?
A নারী
B সাম্যবাদী
C মানুষ
D সব্যসাচী
Solution
Correct Answer: Option A
আলোচ্য চরণ দুটির রচয়িতা কাজী নজরুল ইসলাম । এ চরণদ্বয় তার 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের 'নারী' কবিতার অন্তর্ভুক্ত । এ কবিতায় উল্লেখযোগ্য আরও দুটি চরণ 'কোনো কালে একা হয়নি ক'জয়ী পুরুষের তরবারি,/প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী ।'