রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন ?

A বিসর্জন

B ডাকঘর

C বসন্ত

D অচলায়তন

Solution

Correct Answer: Option C

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'বসন্ত ' গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন । অনেকেই এ উৎসর্গের বিষয়টি সহজে মেনে নিতে পারেনি । এর প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ লিখেছে 'নজরুল ইসলাম সম্পর্কে তোমাদের মনে জেন কিছু সন্দেহ রয়েছে । নজরুলকে আমি 'বসন্ত ' গীতিনাট্য উৎসর্গ করেছি এবং উৎসর্গপত্রে তাকে 'কবি ' বলে অভিহিত করেছি । জানি তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারোনি । আমার বিশ্বাস ,তোমরা নজরুলের কবিতা না পড়েই এই মনোভাব পোষণ করেছো । সমগ্র জাতির অন্তর যখন সে সুরে বাঁধা ,অসির ঝনঝনায় যখন সেখানে ঝংকার তোলে ,ঐক্যতান সৃষ্টি হয় ,তখন কাব্যে তাকে প্রকাশ করবে বৈকি ! আমি যদি আজ তরুণ হতাম ,তাহলে আমার কলমেও ঐ সুর বাজতো ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions