OPEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি?

A ২টি

B ৩টি

C ৫টি

D ৭টি

Solution

Correct Answer: Option C

OPEC
- দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যোগে গঠিত হয় OPEC (Organization of the Petroleum Exporting Countries)।
এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫টি। যথাঃ ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত।
- ওপেক এর বর্তমান সদস্য ১২টি দেশ - আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন(১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা OPEC ত্যাগ করে)।
- ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।
- ২০১৬ সালে আবার সংযুক্ত হয়েও ২০১৬ এর শেষভাগে আবার নিজেদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।
- সদস্য রাষ্ট্রগুলোর তেলনীতির সমন্বয় সাধন, নিজেদের স্বার্থে সদস্যদেশগুলোতে তেল উৎপাদন নিয়ন্ত্রণ করা, অপরিশোধিত তেলের মূল্য নির্ধারণ করা, আন্তঃসংহতি বৃদ্ধি করা ও উন্নয়নশীল দেশসমূহকে মঞ্জুরি তহবিল গঠন করতে সাহায্য করা OPEC এর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions