মোবাইল ফোনের জনক কে?

A বিল গেটস

B স্টিভ জবস

C মার্টিন কুপার

D জাকারবার্গ

Solution

Correct Answer: Option C

- প্রথম প্রজন্মের মোবাইল ফোন ১৯৭৩ সালে অ্যানালগ সিস্টেম ও পোর্টেবল ডিভাইসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।
- এটি ছিল বড় আকৃতির Brick phone.
- ১৯৭৩ সালে আমেরিকার নিউইয়র্কে মার্টিন কুপার প্রথম প্রজন্মের মোবাইল ফোন আবিষ্কার করেন। এজন্য তাকে মোবাইল ফোনের জনক বলা হয়।
- ১৯৭৩ সালের ৩ এপ্রিল মোবাইল ফোন থেকে প্রথমবার কল করা হয়েছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions