'অন্য ঘরে অন্য স্বর ' গল্পগ্রন্থের রচয়িতা -
Solution
Correct Answer: Option D
আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ' অন্য ঘরে অন্য স্বর' .১৯৬৫ থেকে ১৯৭৫ সালে রচিত নিরুদ্দেশ যাত্রা ,উৎসব ,প্রতিশোধ ,যোগাযোগ ,ফেরারী ,অন্য ঘরে অন্য স্বর ইত্যাদি গল্প নিয়ে তিনি এ গল্পগ্রন্থটি প্রকাশ করেন।এ গল্পগ্রন্থে প্রথমবারের মতো পুরনো ঢাকার জনজীবন বিশেষত্ব পেয়েছে।