Solution
Correct Answer: Option B
- যে সকল পদার্থের মধ্য দিয়ে কোন বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না বা প্রচন্ড বাধার সম্মুখীন হয় তাকে বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী বলে।
- যেমন: মাইকা, প্লাস্টিক, অ্যাসবেস্টস, রাবার, নাইক্রোম ইত্যাদি।
- যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ খুব সহজেই হয়, বিশেষ কোনাে বাধার সম্মুখীন হয় না তাকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বা সুপরিবাহী পদার্থ বা কন্ডাক্টর বা পরিবাহক বলে।
- ধাতব পদার্থ ছাড়া মাটি, প্রাণীদেহ, কার্বন, কয়লা পরিবাহকের কাজ করে।