সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৮০ ডিগ্রি হলে অপর যে কোন একটি কোণের মান কত?

A ৪০ ডিগ্রি

B ৫০ ডিগ্রি

C ৬০ ডিগ্রি

D ৪৫ ডিগ্রি

Solution

Correct Answer: Option B

সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৮০
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে

ধরি, 
অপর যেকোনো একটি কোণের মান = ক

প্রশ্নমতে, 
ক + ক + ৮০° = ১৮০°
বা, ২ক = ১৮০° - ৮০°
বা, ২ক = ১০০°
∴ ক = ৫০°

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions