১২ জন লোক একটি কাজ ৯ দিনে করতে পারে। একই হারে কাজ করলে ১৮ জন লোক কাজটি কত দিনে করতে পারবে?

A ৫ দিন

B ৬ দিন

C ৭ দিন

D ৮ দিন

Solution

Correct Answer: Option B

পদ্ধতি-১:
১২ জন লোক কাজটি করতে পারে = ৯ দিনে
১ জন লোক কাজটি করতে পারে = (১২ × ৯) দিনে [১ জন করলে সময় বেশি লাগবে, তাই গুণ]
১৮ জন লোক কাজটি করতে পারে = (১২ × ৯) / ১৮ দিনে [লোক বাড়লে সময় কম লাগবে, তাই ভাগ]
= ৬ দিনে।


পদ্ধতি-২:
আমরা জানি,
১ম লোক × ১ম দিন = ২য় লোক × ২য় দিন
এখানে,
১ম লোক = ১২ জন
১ম দিন = ৯ দিন
২য় লোক = ১৮ জন
২য় দিন = ?

প্রশ্নমতে,
১৮ × ২য় দিন = ১২ × ৯
বা, ২য় দিন = (১২ × ৯) / ১৮
বা, ২য় দিন = ৬

সঠিক উত্তর: (B) ৬ দিন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions