ব্যাংকের জন্য ঋণ (Loan) হলো একটি-
A সম্পদ
B ব্যয়
C দায়
D আয়
Solution
Correct Answer: Option A
- ব্যাংকের জন্য ঋণ হলো একটি সম্পদ।
- বাণিজ্যিক ব্যাংকের মোট সম্পত্তির অধিকাংশ অংশই ঋণ সম্পত্তি হিসাবে থাকে।
- এক্ষেত্রে ব্যাংকের কাছে ভালো ঋণসমূহ হলো লাভজনক সম্পত্তি।
- আর খারাপ ঋণ ব্যাংকের জন্য ঝুঁকি বহন করে।