আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) এর অফিসিয়াল ভাষা কতটি?
Solution
Correct Answer: Option B
- INTERPOL (ইন্টারপোল) হল বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- INTERPOLE এর বর্তমান প্রেসিডেন্ট - আহমেদ নাসের আল রাইসি, সংযুক্ত আরব আমিরাত
- এর বর্তমান সদস্য ১৯৬টি।
- এর সদর দপ্তর ফ্রান্সের লিওতে অবস্থিত।
- INTERPOL সদর দপ্তরের ভবনটি "INTERPOL House" নামে পরিচিত
- এটি ১৯২৩ সালে আন্তর্জাতিক অপরাধ পুলিশ কমিশন (আইসিপিসি) নামে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ INTERPOLE এর সদস্য পদ লাভ করে ১৯৭৬ সালে।
- ইন্টারপোলের অফিসিয়াল ভাষা চারটি। (ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি)