'নীল নদের কবি' আখ্যা দেয়া হয় কাকে?
A শেখ সাদি
B হাফিজ ইব্রাহিম
C আল্লামা ইকবাল
D ওমর খৈয়াম
Solution
Correct Answer: Option B
হাফিজ ইব্রাহিম ছিলেন একজন বিখ্যাত মিশরীয় কবি। গরীবদের প্রতি তাঁর রাজনৈতিক অঙ্গীকারের জন্য তাঁকে 'নীল নদের কবি' ও 'জনগণের কবি' বলে আখ্যা দেয়া হয়। সামাজিক ও রাজনৈতিক সমস্যাবহুল বিষয়বস্তু তাঁর কবিতার প্রধান উপজীব্য।