ছাপাযন্ত্র আবিষ্কার করেন কে?
A লুইস মরিস ময়রাড
B জোহানেস গুটেনবার্গ
C ট্যাং ডাইনেস্টি
D দ্য ইংলিশম্যান
Solution
Correct Answer: Option B
জার্মানির জোহানেস গুটেনবার্গ আধুনিক সিসার টাইপ আবিষ্কার করেন। এই আবিষ্কার মুদ্রণ শিল্পের জগতে ব্যাপক পরিবর্তন হয় যার ফলে ছাপাখানার আবিষ্কার হয়। তার আবিষ্কৃত ছাপাযন্ত্র দ্বাপা প্রথম বাইবেল মুদ্রিত হয়।