আত্না-প্রকৃতির (সেলফ পোট্রেইট) কিংবদন্তি চিত্রশিল্পী ফ্রিদা কাহলো কোন দেশে জম্মগ্রহণ করেন?
Solution
Correct Answer: Option D
ফ্রিদা কাহলো ডি রিভেরা, জন্ম নাম: মাগদালেনা কারমেন ফ্রিদা কাহলো ই ক্যালদেরোন, ছিলেন একজন মেক্সিকীয় চিত্রশিল্পী, যিনি তার আত্ম-প্রতিকৃতি ঘরণার চিত্রের জন্য আলোচিত। কাহলোর জীবন অতিবাহিত হয় মেক্সিকো শহরে, তার বাড়িতে, যেটি "লা কাসা আজুল" বা নীল ঘর নামে পরিচিত। তিনি মারা গেছেন ১৩ জুলাই, ১৯৫৩ সালে।