If the positive integer x leaves a remainder of 2 when divided by 8, what will the remainder be when x+9 is divided by 8?
Solution
Correct Answer: Option D
যদি x কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 হয়, তাহলে x কে এভাবে লেখা যায়:
x = 8k + 2 (যেখানে k একটি পূর্ণসংখ্যা)
এখন, (x+9) কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে তা বের করতে হবে:
x + 9 = (8k + 2) + 9 = 8k + 11
8k + 11 কে 8 দিয়ে ভাগ করলে:
8k + 11 = 8k + 8 + 3 = 8(k + 1) + 3
যেহেতু 8(k + 1) সম্পূর্ণভাবে 8 দ্বারা বিভাজ্য, তাই ভাগশেষ হবে 3।
সুতরাং, উত্তর হবে D) 3।