A রাশিয়ার এর বিদ্রোহী গ্রুপ
B জাপানের একটি গেরিলা সংগঠন
C চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন
D ফিলিপাইনের গেরিলা গোষ্ঠী
Solution
Correct Answer: Option C
ফালুন গং এক ধরনের শরীরচর্চা । এটি সনাতনি যোগ সাধনা পদ্ধতির একটি ফর্ম ছিল। চীনের মূল ভূখণ্ডের নিষিদ্ধ হয়েছিল এই ফালুন গং। প্রকৃতপক্ষে ফালুন গং হলো শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ এর সাথে সাথে বিশেষ ভাবে হাত পা চালিয়ে এক শরীর চর্চা । এর ফলে শরীর স্বাস্থ্য ভালো হয় সেইসঙ্গে বুদ্ধিবৃত্তি মনোবৃত্তি ও আধ্যাত্মিক চেতনার উন্নতি। হয় এই শরীর চর্চা উদ্ভাবকের নাম লি হংঝি।
1999 সালের 22 শে জুলাই চীনের কমিউনিস্ট সরকার ফালুন গং আধ্যাত্বিক শরীরচর্চা কে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার অনুসরণকারীদের ওপর বর্বর দমন-পীড়ন শুরু করে। ফালুন গং এর মধ্যে মূল তত্ত্ব হলো হিন্দু ধর্ম শাস্ত্রের কুলকুণ্ডলিনী তত্ত্ব ।শক্তি চক্রের কথা এখানে বলা হয়েছে এবং শক্তি চক্র উদ্দীপিত হলে মানুষের জীবনে আধ্যাত্মিক শক্তির প্রকাশ ঘটে । খুব স্বাভাবিকভাবেই ভারতের সন্ন্যাসীরা কুংফু ক্যারাটে মতো শরীর বিদ্যা গুলির সঙ্গে সঙ্গেই কুলকুণ্ডলিনী জাগরন এর তথ্যও তিব্বতে নিয়ে গিয়েছিলেন ।