Solution
Correct Answer: Option B
- বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী ১৫৫০ সালে ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার মাইজকাপন ইউনিয়নের পাতোয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন । তাঁর পিতা মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস। ষোড়শ শতাব্দীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা তাঁর রচনায় প্রতিফলিত হয়েছে ।তাঁর রচিত কাব্যসমূহ -'রামায়ণ' (অনূদিত ), 'মলুয়া' 'দস্যু কেনারামের পালা' ।
- সারদা দেবী ছিলেন হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী।
- রবীন্দ্রনাথ ঠাকুরের বোন স্বর্ণকুমারী দেবী ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক।
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা ও মুসলিম নারী জাগরণের অগ্রদূত ।