Degree শব্দতির অক্ষরগুলো থেকে যেকোন 4টি অক্ষর প্রতিবার নিয়ে কত প্রকারে বাছাই করা যায় ?
Solution
Correct Answer: Option B
Degree শব্দটির 6টি অক্ষরের মধ্যে 3টি e এবং বাকি 3টি ভিন্ন।
এখন 4টি অক্ষর প্রতিবারে বাছাই করার উপায়-
(i) 4টি ভিন্ন অক্ষর হতে 4টি অক্ষরকে বাছাই করার উপায়
= 4C4 = 1
(ii) 2টি ভিন্ন ও 2টি অভিন্ন অক্ষর বাছাই করার উপায়
= 3C2 x 2C2 = 3
(iii) 1টি ভিন্ন ও 3টি অভিন্ন অক্ষর বাছাই করার উপায়
= 3C1 x 3C3 = 3
.: মোট বাছাই সংখ্যা = 1 + 3 + 3 = 7