বাংলাদেশ কোন সংস্থার সদস্য?

A ASEAN

B APEC

C NATO

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option D

- NORTH Atlantic Treaty Organization (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট
- ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ
- ন্যাটোর বর্তমান সদস্য ৩১ টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি ।
- এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে )
- ন্যাটোভুক্ত ৩১ টি দেশের মধ্যে মুসলিম দেশ ২ টি (তুর্কিয়ে ও আলবেনিয়া )
- ফিনল্যান্ড ন্যটোর সর্বশেষ সদস্য।
- ইউক্রেন, সুইডেন ন্যাটোভুক্ত নয়।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।

আসিয়ান দক্ষিণ -পূর্বে এশীয় জাতি সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা ।
- এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৫ টি  ।(ইন্দোনেশিয়া ,মালয়েশিয়া ,ফিলিপাইন ,সিঙ্গাপুর ও থাইল্যান্ড ) । তারপর থেকে ,ব্রুনেই ,কম্বোডিয়া ,লাওস ,মিয়ানমার এবং ভিয়েতনাম সদস্যপদ লাভ করে ।
- বর্তমান সদস্যসংখ্যা ১১ টি
- সর্বশেষ সদস্য পুর্ব তিমুর (১১ নভেম্বর, ২০২২)
- আসিয়ান এর বর্তমান মহাসচিব  লিম জক হই -১ জানুয়ারী ,২০১৮।

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক অর্থনৈতিক জোট হল (APEC- Asia Pacific Economic Co-operation)
- এটি প্রতিষ্ঠিত হয় ৬ নভেম্বর ১৯৮৯ সালে।
- এর উদ্যোক্তা ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক।
- এর সদরদপ্তর সিঙ্গাপুরের কুইন্সটনে অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য দেশ- ২১টি।


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions