চীনে উইঘুর মুসলিম জনগোষ্ঠীকে নির্যাতনের নিন্দায় যুক্তরাষ্ট্রে পাস হওয়া বিলের নাম কী?

A The Uighur Humane Rights Policy Act-2019

B The Uighur Protection Act- 2019

C The Uighur Humane Protection Act- 2020

D The Uighur Act- 2019

Solution

Correct Answer: Option A

- যুক্তরাষ্ট্রে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর চীনের নির্যাতনের নিন্দা জানিয়ে এবং এই নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য "The Uighur Human Rights Policy Act" পাস করা হয়।
- প্রথমে ২০১৯ সালে এই বিলটি প্রস্তাবিত হয় এবং এটি "The Uighur Human Rights Policy Act of 2019" নামে পরিচিত ছিল।
- পরে, ২০২০ সালে বিলটি সংশোধিত ও শক্তিশালী করা হয় এবং "The Uighur Human Rights Policy Act of 2020" নামে আইনে পরিণত হয়।
- এই আইনের মাধ্যমে চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন, গণ-আটক, জোরপূর্বক শ্রম, এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions