চীনে উইঘুর মুসলিম জনগোষ্ঠীকে নির্যাতনের নিন্দায় যুক্তরাষ্ট্রে পাস হওয়া বিলের নাম কী?
A The Uighur Humane Rights Policy Act-2019
B The Uighur Protection Act- 2019
C The Uighur Humane Protection Act- 2020
D The Uighur Act- 2019
Solution
Correct Answer: Option A
- যুক্তরাষ্ট্রে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর চীনের নির্যাতনের নিন্দা জানিয়ে এবং এই নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য "The Uighur Human Rights Policy Act" পাস করা হয়।
- প্রথমে ২০১৯ সালে এই বিলটি প্রস্তাবিত হয় এবং এটি "The Uighur Human Rights Policy Act of 2019" নামে পরিচিত ছিল।
- পরে, ২০২০ সালে বিলটি সংশোধিত ও শক্তিশালী করা হয় এবং "The Uighur Human Rights Policy Act of 2020" নামে আইনে পরিণত হয়।
- এই আইনের মাধ্যমে চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন, গণ-আটক, জোরপূর্বক শ্রম, এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা করা হয়।