সম্প্রতি মহাকাশ অভিযানে ব্যর্থ হওয়া ভারতের মিশনের নাম কী?
Solution
Correct Answer: Option A
- সম্প্রতি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) ইওএস-০৯ (EOS-09) নামক একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে।
- ২০২৫ সালের ১৮ মে, পিএসএলভি-সি৬১ (PSLV-C61) রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়, তবে তৃতীয় ধাপে রকেটের চেম্বার প্রেশার কমে যাওয়ার কারণে মিশনটি ব্যর্থ হয়।
- ইওএস-০৯ স্যাটেলাইটটি দিন-রাত এবং যেকোনো আবহাওয়ায় পৃথিবীর ছবি তোলার জন্য ডিজাইন করা হয়েছিল।
- এটি ইসরোর ১০১তম মিশন ছিল এবং এই ব্যর্থতা ভারতের মহাকাশ গবেষণায় একটি বিরল ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।