'দুশ্চরিত্র' শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি ?
Solution
Correct Answer: Option B
বিসর্গ সন্ধির নিয়মানুসারে, বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়। যেমন:
- দুঃ+চরিত্র (ঃ = চ/ছ = শ+চ/ছ) = দুশ্চরিত্র;
- নিঃ+চয় = নিশ্চয়।