জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)- এর সহকারী পরিচালক (০৩.০২.১৭) (91 টি প্রশ্ন )



-জিকা ভাইরাসটি ডেঙ্গু ভাইরাস, পীতজ্বর ভাইরাস, ওয়েষ্টনাইল ভাইরাসের সাথে সম্পর্কিত । 
-উগান্ডার জিকা নামক একটি গ্রামের নামানুসারে এ ভাইরাসের নামকরণ করা হয় । 
-এটি মূলত Aedes aegypti মশা এবং Aedes albopictus মশার মাধ্যমে ছড়িয়ে থাকে।
 
• এডিস মশার কামড়ে আরো যেসব রোগ হয় সেগুলো হলো-
-ডেঙ্গু 
-চিকুনগুনিয়া 
-ইয়েলো ফিভার
-ডেঙ্গু হেমোর্যাজিক ফিভার

নবায়নযোগ্য জ্বালানি হলো এমন এক প্রকার শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না । সূর্যের আলো ও তাপ, সমুদ্র তরঙ্গ, হাইড্রোজেন ফুয়েল সেল, পরমাণু শক্তি ইত্যাদি নবায়নযোগ্য জ্বালানির উদাহরণ । 


Note: এশিয়ার তথা বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল । ১৮ মে ২০০৬ দেশটিকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় । ১৯৬২ সালের সংবিধানে নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল । 


১৯১৩ সালে যুক্তরাষ্ট্র কর্তৃক খনন করা হয় পানামা খাল । মধ্য আমেরিকার দেশ পানামায় এ খালটি অবস্থিত, যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে । 


'ওয়ানতানামো বে' কিউবায় অবস্থিত । এটি বিশ্বের আলোচিত বন্দিশালা। এটি মূলত আমেরিকার নৌবাহিনীর ঘাঁটি, যা কিউবার দক্ষিণ-পূর্ব প্রান্তে ওয়ানতানামো উপসাগরের তীরে অবস্থিত । 


ভারত মহাসাগরের বুকে ৪,২৭,৩০০ বর্গ কিমি আয়তন বিশিষ্ট সুমাত্রা দ্বীপ ইন্দোনেশিয়ার অংশ । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

এপ্রিল ১৯১০ সালে প্রতিষ্ঠিত রাজশাহীর বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর । এটি পরিচালিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে । 


সৌরজগতের বুধ এবং শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই । 


      x⁴-x²+1 = 0 

বা, x⁴-x²+1/x2  = 0/x2     [উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে ]  

বা, x2  - 1+1/x2  = 0 

    x2 + 1/x2  = 1 


রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে । 

সুতরাং উল্লিখিত কর্ণটির খণ্ডিতাংশের দৈর্ঘ্য ২৪/২ = ১২ সেমি 

অপর কর্ণের খণ্ডিতাংশের দৈর্ঘ্য = √132  - 122  

 = √169 - 144 

 = √25 

 = 5 সেমি 

 অপর কর্ণটির দৈর্ঘ্য 2×5 = 10 সেমি । 


৬ বছরের মুনাফা ক টাকা 

১ "         "   ক/৬ " 

৪ "       "   ৪ক/৬ " 

            = ২ক/৬" 

 ৪ বছরে সুদ-মুলে (২ক/৩+ক) বা ৫ক/৩ টাকা 

 এখন, সুদেমুলে ৫ক/৩ টাকা হলে আসল ক টাকা 

             "        ১      "      "     "  ক×৩/৫ক " 

             "   ২০৫০  "      "      " ক×২০৫০×৩/৫ক " 

                                        = ১২৩০ " 


√2 একটি অমূলদ সংখ্যা । পূর্ণবর্গ নয় এরূপ যেকোনো সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা ।  


বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত = পাই (π) বা ২২/৭  


 চিত্র হতে, AD = 5 cm, AB= 13 cm এবং BC এর মান নির্ণয় করতে হবে । 

   ABD সমকোণী হতে, BD2 = AB2  - AD2    

           বা, BD = √AB2  - AD2 

                    =√132  - 5 

                   = √169 - 25 

                   = √144  = 12 cm 

  সুতরাং, BC= 2*12= 24 সেমি.


xy -এর মান শূন্য (০) থেকে ছোট অর্থাৎ ঋণাত্মক । তাহলে, x ও y -এর মধ্যে যে কোনো একটি ঋণাত্মক । কিন্তু শর্তানুসারে x > y । সুতরাং y অবশ্যই ঋণাত্মক । 


 দেয়া আছে, x+1/x = √3 

        x3 + 1/x3  = (x+1/x)3  - 3.x.1/x(x+1/x) 

                   =(√3)3  - 3.√3 = 3√3 - 3√3 = 0  


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

ধরি, সংখ্যা দুটি ৫ক ও ৮ক 

শর্তানুসারে, (৫ক + ২)/(৮ক + ২) = ২/৩ 

বা, ১৫ক + ৬ = ১৬ক + ৪ 

বা, ১৬ক + ১৫ক = ৬ - ৪ 

বা, ক = ২ 

∴ সংখ্যা দুটি (৫×২) = ১০ ও (৮×২) = ১৬ । 


ধরি, চালের পূর্ব মূল্য ১০০ টাকা 

          "  বর্তমান " ১২৫ টাকা 

   তাহলে ব্যয় অপরিবর্তীত রাখতে, 

        ১২৫ টাকার স্থলে ব্যবহার করবে ১০০ টাকার চাল 

          ১    "     "      "      " ১০০/১২৫ " 

       ১০০    "    "      "     " ১০০×১০০/১২৫ " 

                                  = ৮০ টাকার চাল 

          ব্যবহার কমাবে (১০০-৮০) বা ২০% 


  অপর সংখ্যা = ল. সা. গু. × গ. সা. গু./ একটি সংখ্যা  

                  = ২×৩৬০/ ১০  

                  = ৭২ 


 নির্ণেয় সদস্য সংখ্যা ২০, ২০, ৪০, ৫০, ও ৬০ এর ল. সা. গু. অপেক্ষা ১১ কম ।  

    ৫। ২০, ২০, ৪০, ৫০, ৬০ 

       ২। ৪, ৪, ৮, ১০, ১২       

         ২।২ , ২, ৪, ৫, ৬     

             ১, ১, ২, ৫, ৩   

      সংখ্যাগুলোর ল. সা. গু. = ৫ × ২ × ২ × ২ × ৫ × ৩ = ৬০০ 

         সদস্য সংখ্যা = ৬০০ - ১১ = ৫৮৯  

            


[Note:    ২ এর স্থলে ২২ হলে উত্তর ৪০ হবে । 

            ২ "     "    ৩২   "    "    ৩০ "      ] 

 পিতার বয়স ২২ বছর বেশি হলে পুত্রের বয়স (৬২-২২) বা ৪০ বছর 

    "      "   ৩২  "      "      "      "  " (৬২-৩২) বা ৩০ বছর  

 


কম্পিউটারের প্রসেসকৃত ডেটা বা উপাত্ত ভবিষ্যতে ব্যবহার করার জন্য যে অংশে সংরক্ষিত হয় তাকে কম্পিউটারের স্মৃতি বা মেমোরি বলে । তথ্য সংগ্রহ বা সংরক্ষণের জন্য মূলত সেকেন্ডারি মেমোরি যেমন, HDD, Flash Disk, Optical Disk, SSD ইত্যাদি ব্যবহৃত হয় । 


কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযোগের জন্য টেলিফোন লাইন ও নেটওয়ার্ক কার্ড প্রয়োজন । তবে আধুনিক ইন্টারনেট ব্যবস্থায় একটি কম্পিউটারের সাথে ব্রডব্যান্ড লাইন জুড়ে দিলেই চলে । কম্পিউটারের উন্নতমানের নেটওয়ার্ক কার্ড বিল্ট ইন থাকে । পোর্টেবল মডেম ব্যবহার করলে কিছুই দরকার হয় না । 


4G ও 3G মোবাইল কমিউনিকেশন উচ্চগতির ইন্টারনেট সেবা দেয় । তবে 4G -এর গতি ও ডাউনলোড স্পিড 3G -এর তুলনায় অনেক বেশি । 4G -তে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সেবা পাওয়া যায় । 


১৮২১ সালে চার্লস ব্যাবেজ সর্বপ্রথম গিয়ার প্রযুক্তির একটি স্বয়ংক্রিয় হিসাব যন্ত্রের ধারণা দেন । পরবর্তীতে তিনি তার পরিকল্পনাকৃত যন্ত্রের ক্ষুদ্রাংশ নির্মাণ করে তার কার্যপ্রণালী সফলভাবে দেখাতে সক্ষম হন । তার এ প্রযুক্তির ফসল বর্তমান কম্পিউটার । তাই চার্লস ব্যাবেজ কে কম্পিউটারের জনক বলা হয় । 


Internet Explorer, Google chrome, Opera, safari, UC, Mozilla Firefox -প্রভৃতি হলো বহুল ব্যবহৃত web browsing software বা web browser. অন্যদিকে কোনো web page-collection -কে একত্রে ওয়েব পোর্টাল (web portal) বলা হয় । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Wireless Fidelity -এর সংক্ষিপ্ত সংকলন হলো Wi-Fi । এটি উচ্চগতির তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা । এর ষ্ট্যান্ডার্ড হচ্ছে- IEEE 802.11 এবং সাধারণ গতি 54 Mbps . 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0