জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NIS)(কম্পিউটার অপারেটর) - ১৬.০৬.২০২৩ (78 টি প্রশ্ন )
-অতীতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ হলে পূর্বের কাজের Past Perfect Tense হয়।
-এছাড়া, Before এর পূর্বে এবং After এর পর Perfect Tense হয়।

- সে অনুযায়ী - ' ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলেন' এর সঠিক অনুবাদ - The patient had died before the doctor came.
"মধু খেতে মিষ্টি" এর সঠিক অনুবাদ - Honey tastes sweet.
- declining অর্থ- পড়ন্ত; পতনশীল
The day is declining. এর বাংলা অর্থ - বেলা পড়ে আসছে। 

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে
- দিনকাল খারাপ যাচ্ছে - The days are getting worse.
- সময় নষ্ট হচ্ছে - Time is being wasted.

We ought to love our country এর সঠিক বাংলা অনুবাদ হলো - দেশকে ভালোবাসতে হবে।

অপরদিকেঃ
-দেশের প্রতি দায়িত্ববান হতে হবে - we must to be responsible towards country. 
-দেশপ্রেমিক সবসময় দায়িত্বশীল - patriot is always responsible. 
-আনন্দ বিনোদন জীবনের একমাত্র উদ্দ্যেশ্য নয় - pleasure is not the sole purpose of life.
allusive (adjective) অর্থ-  ইঙ্গিতপূর্ণ, সাঙ্কেতিক;

Sentence- এ adjective/adverb এর পূর্বে too থাকলে উক্ত incomplete sentence এর শেষে to + সঙ্গতিপূর্ণ verb + অর্থবহ শব্দ/শব্দসমষ্টি দ্বারা sentence টিকে সম্পূর্ণ করতে হয়। 
• Structure: Sub + verb + too + adjective/adverb+ to + verb + Ext.

Example- The problem is too difficult to solve.

সুতরাং, সঠিক উত্তরটি হচ্ছে: His speech is too allusive to understand.
Suffer from অর্থ: ভোগা; ক্ষতিগ্রস্ত হওয়া; শান্তি/কষ্ট পাওয়া
Example: He suffers from epilepsy/depression.

• অর্থাৎ, রোগে শোকে ভোগা অর্থ বোঝাতে suffer এরপর preposition হিসাবে from ব্যবহৃত হয়।
- যেহেতু, Depression একটি মানসিক রোগ - তাই সঠিক বাক্যটি হবে - Most people suffer from depression.
যে শব্দ দ্বারা মনের আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ, প্রভৃতি প্রকাশ করে তাকে Interjection বলে।

-যেমন: Alas!, Hurray!, Wow!, Hey!, Yippee! ইত্যাদি
- Adverb মানে Verb – এর সাথে অন্য কোন কিছুর সংযুক্তি।
- সুতরাং যে শব্দ Verb বা Adjective এর সাথে বসে তাদের দোষ, গুন, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে Adverb বলে।

প্রশ্নে 'quickly' হচ্ছে Adverb.
- If we finish our work quickly, we can go to the movies. (এখানে কাজের অবস্থাকে জোর দেওয়া অর্থে 'quickly' adverb হিসেবে বসেছে)।
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।

- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

প্রশ্নে প্রদত্ত স্থানে কোনো Article বসবে না।
-সুতরাং উত্তর হবে- no article

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।

- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel sound (a,e, i,o,u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, etc. 
- সুতরাং, প্রদত্ত sentence এ 'an' বসবে।
বাক্যটিতে Period of time উল্লেখ থাকায় বাক্যটি অর্থগতভাবে Present Perfect continuous এর অর্থ প্রকাশ করছে।

• Present Perfect Continuous Tense: 
- যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলেছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে। 
- Structure: Subject + have been/has been + মূল verb + ing + Extension. 
-Example- I have been working on this project for two hours.

 • নিয়মানুযায়ী, শূন্যস্থানে সঠিক উত্তর: have been waiting.
- Complete Sentence: I have been waiting for the bus for 30 minutes.
-That দ্বারা সংযুক্ত দুটি বাক্যের প্রথম বাক্যটি Past Indefinite Tense হলে 'that' এর পরের বাক্যটি সাধারণত Past perfect Tense হয়।
তাই সঠিক উত্তর হবে- had seen।

সম্পূর্ণ বাক্যটি হবে - I thought that I had seen her before.
সাধারণত দুটি verb পাশাপাশি থাকলে ২য় টিতে ing যুক্ত হয়।
- আবার preposition এর পর verb এর সাথে ing যুক্ত হয়। 

- তাই সঠিক উত্তর হবে - playing
- সম্পূর্ন বাক্য: Masud Rana gave up playing football when he got married.
অতীতের দুটি কাজ as soon as দ্বারা যুক্ত হলে উভয় অংশেই past indefinite tense হয়।
 
-I opened the door as soon as I heard the bell .-বেল বাজার শব্দ শোনার মাত্রই আমি দরজা খুলেছিলাম ।

বাক্যটির অর্থ হলো 'তুমি কোথায় জন্ম নিয়েছিলে?'
- জন্ম নেওয়া অর্থে 'bear' verb-টি সর্বদা passive voice এ থাকে।

- সুতরাং সঠিক বাক্যটি হবে - Where were you born?
-বাক্যটিতে last night থাকায় বোঝা যাচ্ছে বাক্যটি past indefinite tense এ রয়েছে।
- three people থাকায় were বসবে।

- Complete sentence: Three people were injured in an accident last night.
Smell of (an act of smelling something) অর্থ: কোনো কিছুর সুঘ্রাণ বা দুর্গন্ধ পাওয়া

- কোনো কিছুর সুঘ্রাণ বা দুর্গন্ধ পাওয়া অর্থে Smell এর পর 'of' বসে।
-To Bring about - ডেকে আনা, ঘটানো

- End in smoke/ go up in smoke:
English Meaning: fail or end without anything being achieved, come to nothing.
Bangla Meaning: ব্যর্থতায় পর্যবসিত হওয়া।

সঠিক বাক্য হবে - All my efforts to bring about a compromise ended in smoke.
সুতরাং সঠিক উত্তর - গ) to, in.
- Drive towards: নির্দিষ্ট কোনো দিকে গাড়ি চালালে Drive towards হয়.
-শূন্যস্থানে সঠিক উত্তর হবে - towards, but.

- Complete sentence: We drove towards the palace for two hours but turned north before we reached it.
- আমরা দুই ঘন্টার জন্য রাজপ্রাসাদের দিকে ড্রাইভ করেছিলাম কিন্তু পৌঁছানোর আগেই উত্তরে মোড় নিলাম।
- তারা রাজপ্রাসাদের এর দিকে দুইঘন্টা যাবত গাড়ি চালাচ্ছিল কিন্তু সেখানে পৌঁছানোর পূর্বেই উত্তরে মোড় নিয়েছে সেজন্য but বসেছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- committed to (doing) something - অঙ্গীকারবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ অর্থে Committed to বসে।

- Complete sentence: Bangladesh is committed to a policy of peaceful existence.
-  শান্তিপূর্ণ সহাবস্থান নীতিতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ।
প্রশ্ন: tan(3A) = √3 হলে, A = কত?

সমাধান: 
tan3A = √3
বা, tan3A = tan60°
বা, 3A = 60°
A = 20°
প্রশ্ন: sin45° = 1/√2 হয়, cos45° = কত?

সমাধান:
sin45° = 1/√2 , cos45° = 1/√2
যে কোণের ডিগ্রির পরিমাণ ৯০ ডিগ্রি তাকে সমকোণ কোণ বলে।

- ৯০° থেকে বড় এবং ১৮০° থেকে ছোট কোণকে স্থুলকোণ বলে।
- ৯০ ডিগ্রি এর চেয়ে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে।
আবার,  পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে।
অর্থাৎ সরলকোণ= ১৮০° 
সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি 
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ = ৬০ ডিগ্রি 
 সুতরাং যে কোনো দুটি বাহুর অন্তর্গত কোণও =  ৬০ ডিগ্রি

আমরা জানি
(x + y)2  = x2 + y2 + 2xy

সুতরাং,  x2 + y2 এর সাথে 2xy যোগ করলে (x + y)2 হবে।
p6 - q6 
= (p3)2 - (q3)2
= (p3 + q3)(p3 - q3)
= (p + q)(p2 - pq + q2)(p - q)(p2 + pq + q2)
x2 - y2 + 2x + 1 
= x2 + 2x + 1 - y2
= x2 + 2.x.1 + 12 - y2
= (x + 1)2 -y2
= (x + 1 + y)(x + 1 - y)
= (x + y + 1) (x - y + 1)
দেওয়া আছে,
 x = - 3

∴ - 3x1 = (- 3)(- 3)1
=(- 3)(- 3)
= 9
দেওয়া আছে
x + y = a
x - y = b

আমরা জানি
4xy = (x + y)2 - (x - y)2
4xy = a2 - b2
4xy/2 = (a2 - b2)/2
2xy = (a2 - b2)/2

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
x4 ÷ x4 × x
= x4 - 4 + 3
= x3
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0