লেজার প্রিন্টার (Laser Printer): - প্রিন্টিংয়ের গুণগত মানের দিক থেকে লেজার প্রিন্টার হচ্ছে সবচেয়ে ভালো প্রিন্টার। - এ ধরনের প্রিন্টারের মাধ্যমে দ্রুতগতিতে ও সবচেয়ে সুন্দরতম লেখা ছাপানো যায়। - লেজার প্রিন্টার লেজার (LASER - Light Amplification by Stimulated Emission of Radiation) রশ্মির সাহায্যে কাগজে লেখা ফুটিয়ে তোলে।
ডট ম্যাট্রিক্স প্রিন্টার (Dot matrix Printer): - এ ধরনের প্রিন্টারের প্রিন্টিং হেডের পিনের সাহায্যে কয়েকটি কালির ফোঁটা দিয়ে অক্ষর লেখা হয়। - পিনের সংখ্যা যত বেশি হয় হয়, মুদ্রণের মানও তত উন্নত হয়। - ডট ম্যাট্রিক্স প্রিন্টার উভয়মুখী, অর্থাৎ তারা বাম থেকে ডান এবং ডান থেকে বাম উভয় দিকেই ছাপাতে পারে। এতে ছাপানো অপেক্ষাকৃত দ্রুত হয়।
ইংকজেট প্রিন্টার (Ink-Jet Printer): - যে প্রিন্টার কালি ছড়িয়ে বা স্প্রে করে কম্পিউটারের ফলাফলকে প্রিন্ট করে তাকে ইংকজেট প্রিন্টার বলা হয়। - এ ধরনের প্রিন্টারের প্রধান অংশ হলো প্রিন্টিং হেড, কার্টিজ, হেড সরানো এবং কাগজ গ্রহণ করার কৌশল।
- Dual Core প্রিন্টারের কোনো প্রকারভেদ নয়, Core সাধারণত প্রসেসরে থাকে, এটি প্রসেসরের কোর সংখ্যা নির্দেশ করে।
Network Interface Card: - লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য কম্পিউটারের হার্ডওয়্যার এমন হতে হবে যার দ্বরা একাধিক কম্পিউটারের মাঝে সংযোগ স্থাপন করা যায়। - লোকাল এরিয়া নেটওয়ার্কের কাজটি দুই ধরনের হার্ডওয়্যার দিতে হতে পারে। - যদি নেটওয়ার্কিং-এর কাজটি তার দ্বারা হয় তবে সেজন্য ব্যবহার করা হয় একটি Network Interface Card. - কম্পিউটারের সিস্টেম ইউনিটের ভিতরে কার্ডটি স্থাপন করা হয়ে থাকে। - মাদারবোর্ডের এক্সপানশন স্লটে কার্ডটি স্থাপন করতে হয়। - এই কার্ডটিকে তারের সাথে সংযোগ দেয়া হয়। - সাধারণত কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপতির সাথে সংযোগ দেবার জন্য হাব ব্যবহার করা হয়।
-কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়। যেমন- CISC are Intel 386, Intel 486, Pentium, Pentium Pro, Pentium II ইত্যাদি। -পেন্টিয়াম 1993 সালে ইন্টেলের 80486 মাইক্রোপ্রসেসরের উত্তরসূরি হিসাবে চালু হয়েছিল। -পেন্টিয়াম ব্র্যান্ডটি আজও ব্যবহৃত হয় এবং এটি বর্তমানে এন্ট্রি-লেভেল ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারে ব্যবহৃত হয়।
কম্পিউটারের যে অংশ Data processing এর কাজ করে থাকে তাকে Central Processing Unit (CPU) বলে। CPU তৈরিতে Microprocessor লাগে। CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। ১৯৭১ সালে ড. টেড হফ Microprocessor তৈরি করেন। CPU তিনটি অংশ নিয়ে গঠিত। যথা: - Arithmetic Logic Unit (ALU), - Control Unit - Register.
-Arithmetic Logic Unit (ALU) বা গাণিতিক যুক্তি অংশঃ Data processing এর সময় সিপিইউ যে সমস্ত instruction execute করে তা সম্পন্ন হয় এই Arithmetic Logic Unit (ALU) বা গাণিতিক যুক্তি অংশ এর মধ্যে।
একবার মাত্র লেখা যায় এবং স্থিতিশীল= PROM (Programmable Read Only Memory)
প্রশ্নে অস্থিতিশীল এর জায়গায় স্থিতিশীল হবে এবং উত্তর হবে PROM
PROM-এর পূর্ণরূপ হলো Programmable Read Only Memory.
- সাধারণত বাজারে যে সমস্ত প্রোগ্রাম করা রম পাওয়া যায় তাতে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সমস্ত কাজ হয় না। এসব ক্ষেত্রে PROM ব্যবহার করা হয়। - ব্যবহারকারী প্রোগ্রামকে মাইক্রোপ্রোগ্রামে রূপান্তরিত করে নিজেই পিরমে ডেটা সংরক্ষণ করতে পারেন। - তবে PROM কে একবার প্রোগ্রাম করা হলে পুনঃ প্রোগ্রামের কোনো সুযোগ থাকে না। এ ধরনের রমে বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলেও সংরক্ষিত তথ্য নষ্ট হয় না।
- স্ট্রাটোমন্ডল স্তর পৃথিবীর ভূমির উপর ১৩ কিমি থেকে শুরু করে প্রায় ৫০ কিমি পর্যন্ত বিস্তৃত। এই স্তরে রয়েছে ওজন নামের একটি গ্যাস। অক্সিজেনের তিনটি পরমাণু একসাথে মিলিত হবার ফলে এই ওজোন স্তর গঠিত হয়। এই মিলিত তিন পরমাণুর অক্সিজেন অথবা ওজোন গ্যাস অথবা ওজোন স্তর সূর্য থেকে নির্গত ক্ষতিকর অতি বেগুনী রশ্মি অথবা সৌর বিকিরন শোষণ করে তা থেকে আমাদের রক্ষা করে।
- বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থের নিঃসরণ বৃদ্ধি পাওয়ায় এ স্তরের পুরুত্ব কমে আসে।
- ওজনস্তরের ক্ষতি ঠেকাতে তাই মন্ট্রিয়াল প্রটোকল গৃহিত হয়।
- বায়ুমণ্ডলে ওজোনের প্রায় ৯০ শতাংশ স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে পাওয়া যায়।
- ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয় DU(ডবসন ইউনিট )-এ | বিজ্ঞানী ডবসন আবিষ্কৃত স্পেক্ট্রোফটোমেটের এর সাহায্যে এই ঘনত্ব পরিমাপ করা হয়
-স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একককে নিউরন বা স্নায়ুকোষ বলে। মস্তিষ্ক কোটি কোটি স্নায়ুকোষ (নিউরন) দিয়ে তৈরি। - এই একটি মাত্র মানব মগজে রয়েছে ১, ০০০ কোটি স্নায়ুকোষ বা নার্ভ সেল। - মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ হলো নিউরন যা প্রায় 1.37 মিটার লম্বা।
যখন রক্তাল্পতা হয়, তখন শরীরে পর্যাপ্ত অক্সিজেন বহনকারী লোহিত রক্তকণিকা থাকে না। এর অর্থ হৃৎপিণ্ডকে সারা শরীরে রক্ত পাম্প করতে কঠোর পরিশ্রম করতে হয়। ফলস্বরূপ, রক্ত প্রবাহ বাড়ানোর চেষ্টায় শিরাগুলি সংকুচিত হতে পারে। এর ফলে ক্লান্তি, শ্বাসকষ্ট এবং বুকে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
-কাগজ তৈরির মূল উপাদান তন্তুজাতীয় বস্তু। এটি হতে পারে উদ্ভিদ কিংবা অন্য কিছু।
-কাগজ তৈরির সেলুলোজের প্রাথমিক উৎস কাঠ। বিশেষ করে আঁশযুক্ত উদ্ভিদ। বাঁশ, মালবেরি বা তুঁতগাছ ও প্যাপিরাস উদ্ভিদ থেকে বিশেষভাবে মণ্ড তৈরি করে যান্ত্রিক উপায়ে চাপ প্রয়োগ করে তারপর তৈরি করা হয় কাগজ।
-এছাড়া পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার ‘A Brief History of Time’ গ্রন্থে বিগব্যাঙ তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থ বিদ্যার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করেন।
টেলিভিশনে কথা এবং ছবি পাঠানোর জন্য টেলিভিশন কেন্দ্র দুটি ধাপে প্রেরণকাজ সম্পন্ন করে।
- প্রথম ধাপে একটি যন্ত্রের একটির সাহায্যে শব্দকে তড়িৎ তরঙ্গে রূপান্তর করে তাড়িতচৌম্বক তরঙ্গ রূপে প্রেরণ করে এবং অন্য আর একটি প্রেরক যন্ত্রে ছবিকে তড়িৎ তরঙ্গে রূপান্তর করে তাড়িতচৌম্বক তরঙ্গ রূপে প্রেরণ করে।
- টিভি ক্যামেরার পর্দায় উপর লাগানো আলোক সংবেদনশীল এক প্রকার পদার্থের আস্তরণ দেয়া থাকে। এর নাম সিজিয়াম।
- যখন বস্তু থেকে আলো এসে লেন্সের মধ্য দিয়ে পর্দায় প্রতিবিম্ব সৃষ্ট করে তখন পর্দার উপর লাগানো সিজিয়াম বিন্দু থেকে ইলেকট্রন নির্গত হয়ে আধানযুক্ত হয়ে পড়ে।
-অর্থাৎ যেখানে আলো বেশী পড়ে সেখানে আয়ন বেশী হয়। ফলে সমস্ত প্রতিবিম্বটি তড়িৎ প্রতিবিম্বে রূপান্তর হয়।
- এখন একটি ইলেকট্রনগান এই আধানগুলোকে তড়িৎ প্রবাহে রূপান্তর করে। ইলেকট্রনগান সমস্ত চিত্রটিকে 625টি লাইনে ভাগ করে বই পড়ার মত করে বাম থেকে ডান দিকে লাইন বরাবর সরতে থাকে এবং এক লাইন পড়া শেষ হলে দ্রুত পরে লাইনের প্রথমে চলে আসে।
- তবে প্রথমে সমস্ত চিত্রটিকে এক লাইন বাদ দিয়ে দিয়ে ৩১২.৫ লাইনে এক বার পড়ে দ্রুত উপরে উঠে গিয়ে অবশিষ্ট ৩১২.৫ লাইন পড়ে ফাঁকা স্থানগুলো পূরণ করে। একে স্ক্যানিং বলে।
- শীতকালীন অলিম্পিক গেমস হলো একটি বড় আকারের আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা প্রত্তেক চার বছর পর পর অনুষ্ঠিত হয়। - ২৫তম শীতকালীন অলিম্পিক ২০২৬ সালে অনুষ্ঠিত হবে। - মিলান এবং কর্টিনা ডি'আম্পেজো, ইতালি ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক ৬ ফেব্রুয়ারী থেকে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত হোস্ট করবে, যেখানে মিলান প্রথমবারের মতো আয়োজক হিসাবে কাজ করছে। - ২০২৬ সালের শীতকালীন গেমগুলি ইতালি দ্বারা আয়োজিত চতুর্থ অলিম্পিক এবং প্রথমবারের মতো যেখানে দুটি শহরকে শীতকালীন অলিম্পিকের আয়োজক হিসাবে নামকরণ করা হয়েছে।
-মোসাদ হল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। -১৩ ডিসেম্বর ১৯৪৯ সালে মোসাদ গঠিত হয়। -ইসরাইলি প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ন এটি প্রতিষ্ঠা করেন। -মোসাদ বহির্বিশ্বে জুয়িশ কমিউনিটির স্বার্থ রক্ষায় কাজ করে। -এর সদরদপ্তর তেল আবিবে অবস্থিত।
- বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। - যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিস্ট্রেশনের তথ্যানুযায়ী, ২০২১ সালে বিশ্বে শীর্ষ ১০ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া, কানাডা, চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, ইরান ও কুয়েত। - বর্তমানে বৈশ্বিক তেল উৎপাদনের ২০ শতাংশ যুক্তরাষ্ট্র এবং ১১ শতাংশ করে সৌদি আরব ও রাশিয়ার। - মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে ৯,৩৫২,০০০ ব্যারেল তেল উৎপাদন করে। - যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল সরবরাহকারী।
নর্ড স্ট্রিম ২ হলো বাল্টিক সাগরের মধ্য দিয়ে রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত 1,234 কিলোমিটার দীর্ঘ (767 মাইল) প্রাকৃতিক গ্যাস পাইপলাইন। - নর্ড স্ট্রিম ১- এর অনুরূপ রুট অনুসরণ করে 2011 সালে পাইপলাইনের নির্মাণ শুরু হয়েছিল। - 2015 সালে চালু হওয়া নর্ড স্ট্রিম 2 পাইপলাইনটি বাল্টিক সাগরের মাধ্যমে সরাসরি রাশিয়া এবং জার্মানির সাথে সংযোগ স্থাপন করে। - দীর্ঘ আইনি লড়াইয়ের বিলম্বের কারণে নির্মাণে বেশ কয়েক বছর লেগেছে। - নর্ড স্ট্রিম ২- এর অল্প কিছু জ্বালানি প্রকল্প নিয়ে বিতর্ক হয়েছে। - পাইপলাইনের মালিক গাজপ্রম। - এটি একটি রাশিয়ান রাষ্ট্র-নিয়ন্ত্রিত কোম্পানি। - গ্যাস আমদানির জন্য ইউরোপীয় ইউনিয়নের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এটি প্রয়োজন।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যেগে গঠিত হয় OPEC (Organization of the Petroleum Exporting Countries)। - এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। - এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। - এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫টি। - ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ - আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন(১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা OPEC ত্যাগ করে)। - ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। - ২০১৬ সালে আবার সংযুক্ত হয়েও ২০১৬ এর শেষভাগে আবার নিজেদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে প্রথম বাজেট। - বাজেট পেশ - ১ জুন,২০২৩। - বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। - বাজেট কার্যকর হবে - ১ জুলাই, ২০২৩। - বাংলাদেশের অর্থবছর -১ জুলাই থেকে ৩০ জুন। - এ বছরের বাজেট- ৫২তম ( অন্তর্বর্তীকালীনসহ ৫৩তম)। - বাজেটের আকার - ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। - রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা - ৫ লাখ কোটি টাকা। - বাজেট ঘাটতি - ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। - বার্ষিক উন্নয়ন কর্মসূচি ( ADP) - ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। - মুদ্রাস্ফীতি হার - ৬ শতাংশ। - জিডিপির প্রবৃদ্ধির হার - ৭.৫ শতাংশ। - করমুক্ত আয়সীমা - সাড়ে ৩ লাখ টাকা।
-১৯৬৯ সালের ৪ জানুয়ারী সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। -এর আহ্বায়ক ছিলেন তোফায়েল আহমেদ। -সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণঅভ্যুত্থানে ১১ দফা কর্মসূচী ঘোষণা করে। -এই ১১ দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বঙ্গবন্ধুর ঘোষিত ৬ দফা। -এর অন্যতম দফা ছিল হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিল করা ও আগরতলা মামলায় অভিযুক্তদের মুক্তি
ক্রিকেট ইতিহাসে অভিষেকেই হ্যাট্রট্রিক করা একমাত্র ক্রিকেটার তাইজুল ইসলাম। - ২০১৪ সালের মিরপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল জিম্বাবুয়ে। - আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার অনেক আগেই। - তবে টি-টোয়েন্টিতে প্রথমবার নেমেছেন তাইজুল ইসলাম এই ম্যাচ দিয়ে। - আর নিজের প্রথম বলেই উইকেট উৎসবে মেতেছিলেন এই বাঁহাতি স্পিনার।
- ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। - মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। - ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করা হয়। - এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। - বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে। - ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে। - মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা। - সুলতান নসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। - খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়।
পদ্মা নদীর উপর নির্মিত হওয়া মাওয়া (মুন্সিগঞ্জ ) -জাজিরা প্রান্তে অবস্থিত 'পদ্মা সেতু ' - এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই ,২০০১ সালে এবং - মূল কাজের উদ্বোধন করা হয় ২৫ জুন, ২০২২ সালে । - এর দৈর্ঘ্য ৬.১৫ কি মি এবং প্রস্থ ১৮.১০ মিটার । - এতে মোট পিলার আছে ৪২ টি এবং স্প্যান আছে ৪১ টি । - এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ।
- পিপিপি এর পূর্ণরূপ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। - পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ হলো একটি সরকারি ও বেসরকারি খাত মধ্যকার একটি দীর্ঘমেয়াদী সংস্থান। - সাধারণত এতে সরকারি প্রকল্প ও পরিষেবা বেসরকারি মূলধন অর্থায়ন এবং তারপর পিপিপি চুক্তির সময় করদাতা অথবা ব্যবহারকারীদের কাছ থেকে রাজস্ব আদায় জড়িত থাকে। - সরকারি-বেসরকারি অংশীদারিত্ব একাধিক দেশে বাস্তবায়িত হয়েছে ও প্রাথমিকভাবে অবকাঠামো প্রকল্পের জন্য ব্যবহৃত হয়ে থাকে।
- দেশের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও সেবা সৃষ্টি/প্রদান করার লক্ষ্যে ১৯৯৬ সালে রাষ্ট্র পরিচালনার ভার গ্রহণ করার পরপরই জননেত্রী পিপিপি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' । - এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়। - এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে। - বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি। - এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। - উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়। - বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে। - এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
- বাংলাদেশ সর্বপ্রথম ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে। - বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে। - বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে। - ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের মাধ্যমেই বাংলাদেশ পেয়েছিল প্রথমবারের মতো ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপ (১৯৯৯ সালে) খেলার সুযোগ। - একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ হারের পর। - ১৯৯৮ সালে মোহাম্মদ রফিকের অসাধারণ নৈপুণ্যে (৭৭ রান ও ৩ উইকেট) কেনিয়ার বিরুদ্ধে ভারতের মাটিতে জয় পায় বাংলাদেশ। - সেদিন আতহার আলী খান ও মোহাম্মদ রফিক মিলে জুটি বেঁধেছিলেন ১৩৭ রানের। - আতহার আলী করেছিলেন ৪৭ রান।
- ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে। - জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে ১৯৮৮ সালে (ইউনিমগ) বাংলাদেশ সেনাবাহিনীর পদযাত্রা শুরু। - বর্তমানে মোট ছয়টি দেশে সর্বমোট ৬টি মিশনে ছয় হাজার ৪৩ জন সেনা সদস্য নিয়োজিত আছেন। - এখন পর্যন্ত সশস্ত্র বাহিনী ও পুলিশের দুই হাজার ৭২৮ জন নারী শান্তিরক্ষী শান্তি মিশনে অংশগ্রহণ করেছেন। - ২০০৯ সাল থেকে সশস্ত্র বাহিনীর নারী সদস্যরা জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করে আসছেন।
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 'জুডিশিয়াল এক্সপার্ট' হিসেবে প্রথমবারের মতো ৪জন বাংলাদেশী নারী বিচারক নিয়োগ পান। - এই চার নারী বিচারক হলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা, জামালপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ লুবনা জাহান, আইন মন্ত্রণালয়ের সংযুক্ত যুগ্ম জেলা জজ আফসানা আবেদীন এবং টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নওরিন মাহবুবা।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- আয়তনের দিক থেকে গাজীপুর সিটি কর্পোরেশন সবচেয়ে বড় সিটি কর্পোরেশন। - গাজীপুর সিটি কর্পোরেশনের আয়তন ৩২৯.৫৩ বর্গকিলোমিটার। - ৫৭ টি ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত। - দেশ এর প্রায় ৭৫% গার্মেন্টস্ শিল্প এই অঞ্চলে অবস্থিত। অন্যদিকে - - রাজশাহী সিটি করপোরেশন আয়তন: ৯৬.৭২ বর্গ কিমি। - ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর আয়তন ১৯৬.২২বর্গ কি.মি। - ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর আয়তন ১০৯.২৫১ বর্গ কি.মি। - চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আয়তন ১৫৫.৪ বর্গ কিমি।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।