জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) (সহকারী পরিচালক) - ০৮.১০.২০২১ (80 টি প্রশ্ন )

Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়। ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত।
- এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
- ১৭টি লক্ষ্যমাত্রার ৫ নম্বর ধারায় বলা হয়েছে জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন।


১৮ ফেব্রুয়ারি, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরি 'Perseverance' রোবটটি সফলভাবে মঙ্গলগ্রহে অবতরণ করে। এটি মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না তা পরীক্ষা নিরীক্ষা করবে।


'The Last Supper' ইতালির বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা দেয়াল চিত্রকর্ম।
- এটি ১৪৯৫-৯৮ সালের মধ্যে ইতালির মিলানের সান্তা মারিয়া দেল গ্রেজির ডাইনিং হলের পিছনের দেয়ালে অংকন করা হয়।
- এ চিত্রকর্মে তিনি ফুটিয়ে তুলেছেন যিশু খ্রিষ্ট ও তাঁর বারো জন শিষ্য নিয়ে মৃত্যুর আগের শেষ নৈশভোজ।

স্ক্যান্ডেনেভিয়ান উত্তর ইউরােপের বিশেষ অঞ্চল ।
- স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলঃ ৩টি দেশ -
- নরওয়ে,
- সুইডেন ও
- ডেনমার্ক।


দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সর্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ দিয়েছে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন)। 

- বিশিষ্ট অর্থনীতিবিদ ও উন্নয়ন কৌশলবিদ অধ্যাপক জেফ্রি ডি. সচ’র নেতৃত্বে জাতিসংঘ মহাসচিবের পৃষ্ঠপোষকতায় ২০১২ সালে এসডিএসএন প্রতিষ্ঠা করা হয়। টেকসই উন্নয়নের জন্য বাস্তবভিত্তিক সমাধান জোরদারে বিশ্বের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের কাজে লাগানোই এ প্ল্যাটফর্মের লক্ষ্য।

বায়োমেট্রিক হচ্ছে এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা যায়। Facial identity and facial motion এর অর্থ হলো মুখবয় থেকে আইডেনটি বের করা এবং একই সাথে একজন মানুষ কিভাবে কথা বলতেছে বা মাথা নাড়া-ছাড়া করতেছে। 


Dead Sea (মৃত সাগর)-কে সাগর মনে হলেও এটি মূলত একটি লবণাক্ত হ্রদ। পানিতে মানুষ ডুবে গেলেও ডেড সি বা মৃত সাগর এমন একটি সাগর যে সাগরের পানিতে কেউ ডুবে না। এতে কোন মাছ উৎপাদন হয় না।
- এর দৈর্ঘ্য ৬৭ কিলোমিটার, প্রস্থ ১৮ কিলোমিটার এবং গভীরতা ১.২৪০ ফুট।
- Dead Sea'র পশ্চিমে ইসরাইল ও পূর্বে জর্ডান অবস্থিত।


- চট্টগ্রাম শহরে নিরবচ্ছিন্ন ও যুগোপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যমান যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ৪ লেন বিশিষ্ট বঙ্গবন্ধু সড়ক টানেল (কর্ণফুলী টানেল) নির্মাণ করা হয়।
- এর দৈর্ঘ্য ৩.৪০ কি.মি.।
- ২০১৯ সালে টানেলটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 
- বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে নির্মিত প্রথম ও দীর্ঘতম এ সুড়ঙ্গপথের নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লি.।
- এর মাধ্যমে চট্টগ্রামকে চীনের সাংহাই নগরীর আদলে ''এক নগরী দুই শহর'' (one city two town) রূপে গড়ে তোলা হয়েছে। 


১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন। পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪টি সাব সেক্টরে ভাগ করে। ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ-কর্মকর্তা মিলে ১০ নং সেক্টর গঠন করেন। এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না। এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনায় পরিচালিত হতো।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ক্যামব্রিজ ডিকশনারি ২০২০ সালের বর্ষ সেরা শব্দ (World of the year) হিসাবে নির্বাচিত করে Quarantine শব্দকে। যার অর্থ হলো পৃথকীকরণ বা সঙ্গরোধ ।

ENIAC(Electronic Numerical Integrated and Computer) এটাই প্রথম প্রোগ্রাম ইনপুট করার মতো ডিজিটাল কম্পিউটার। এ থেকেই কম্পিউটারের প্রজন্ম শুরু হয়। এটি প্রথম ব্যবহার করা হয়েছিল হাইড্রোজেন বোমার ক্যালকুলেশনে। এতে মেমোরি হিসাবে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল। প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক কম্পিউটার এনিয়াক-১ (ENIAC-1)। এনিয়াক কম্পিউটার চালু করা হয়েছিল ১৯৪৫ সালে। 

- প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার এডস্যাক (EDSAC)।
- বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটার ইউনিভ্যাক-১ (UNIVAC-1)।

UNIVAC: ১৯৫১ সালে ENIAC এর নির্মাতারা UNIVAC কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন। ইউনিভাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব ̈বহার করা হয়েছিল।

EDVAC: EDVAC কম্পিউটারে সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহের কিছু সুবিধা ছিল।

EDSAC: EDSAC কম্পিউটারই প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার। তবে অনেকেই একে প্রথম স্বয়ংক্রিয় ডিজিটাল কম্পিউটার মনে করেন।


MS word-এ একটি Sentence এর একটি ওয়ার্ডের ওপর Cursor রেখে তিনবার F8 key চাপলে sentence- Select হয়।


জাতিসংঘের Sustainable Development Solutions Network (SDSN) 43 Sustainable Development Goals প্রতিবেদন-২০২০ অনুযায়ী, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতিতে বিশ্বের ১৬৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম।
- আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ৫ম।
- এ প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ অবস্থানে রয়েছে ফিনল্যান্ড।
- ভারতের অবস্থান ১১৭ এবং পাকিস্তান আছে ১৩৪ নং অবস্থানে।


যুক্তরাষ্ট্রের ৪৪তম সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্মৃতিকথামূলক বই 'A Promised Land' এর প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৭ নভেম্বর, ২০২০ সালে। বইটি ২৫টি ভাষায় অনূদিত হয়েছে। ২০১১ সালের মে মাসে পাকিস্তানে বিশেষ সামরিক অভিযান চালিয়ে আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যার ঘটনার স্মৃতিচারণ, প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালের স্মৃতি, জাতি হিসেবে আমেরিকানদের ঝাঁকুনি দেয়ার শক্তি, নিজেদের মধ্যে বিভেদ দূর করে সবার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বইটিতে প্রকাশ পায়।

তাঁর অন্যান্য বইসমূহ হলোঃ
- 'Dreams From My Father,
- The Audacity of Hope',
- 'Of Thee I Sing (শিশুদের জন্য রচিত)।

৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম - Promise to keep


বিমসটেক (BIMSTEC-Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
-  ৬ জুন, ১৯৯৭ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে BIMSTEC প্রতিষ্ঠিত হয়।
-  সংস্থাটির সদস্য সংখ্যা ৭ ( বাংলাদেশ ,ভুটান, ভারত, মিয়ানমার,নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড)। 
- ২০১৪ সালে ঢাকায় BIMSTEC এর সদরদপ্তর স্থাপন করা হয় ।
- বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকফেল।


The 6th BRICS Youth Summit under the theme “BRICS: Challenges of the Time for young people” was held in a hybrid (both online and offline) format in 2020.
 The World Economic Forum's (WEF) Global Gender Gap Report 2021 অনুযায়ী, নারী-পুরুষ সমতা অর্জনের বৈশ্বিক সুচকে বাংলাদেশের অবস্থান ৬৫তম।
- দক্ষিণ এশিয়ায় প্রথম।
- শীর্ষে রয়েছে আইসল্যান্ড 


ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ২০২০ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলীকে ভারতের রাষ্ট্রীয় বেসামরিক পদক 'পদ্মভূষণ' প্রদান করা হয় ।
- তিনি ২০১৪-২০১৯ সাল পর্যন্ত ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ।
- ১৯৫৪ সালে পদ্মভূষণ পুরষ্কার প্রবর্তন করা হয় ।
- কাজী নজরুল ইসলামকেও এই পুরষ্কার দেওয়া হয়। 

-তিন বিঘা করিডোর (Tin Bigha Corridor) ভারতের মালিকানাধীন তিন বিঘা জায়গা জুড়ে অবস্থিত একটি স্বতন্ত্র ভূমি।
-বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের মেঘলীগঞ্জ জেলা সীমান্তে তিনবিঘা করিডোরের অবস্থান।
-বাংলাদেশের দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে যাতায়াতের সুবিধার্থে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ইজারার মাধ্যমে তিনবিঘা করিডোর বাংলাদেশকে দেওয়া হয়।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

মনেকরি,
ফ্রেড আলু কিনেছিল = x টি
ফ্রেড টমেটো কিনেছিল = (12 -x) টি

প্রশ্নমতে, 
0.24x + 0.76(12 - x) = 6.52
Or, 0.24x + 9.12 - 0.76x = 6.52
Or, 0.52x = 2.6
Or, x = 5


4x4 + 1
= (2x2)2 + 1
= (2x2)2 + 2.2x2.1 + 12 - 4x2
= (2x2 + 1)2 - (2x)2
= (2x2 + 2x + 1) (2x2 - 2x + 1)


সৈয়দ আলী আহসান (২৬ মার্চ ১৯২২ - ২৫ জুলাই ২০০২) বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ।
- ১৯৮৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি প্রদান করে।  তিনি তাঁর পাণ্ডিত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন।
- সৈয়দ আলী আহসানকৃত বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ সরকারি ভাষান্তর হিসাবে স্বীকৃত।

তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- অনেক আকাশ,
- রজনীগন্ধা,
- একক সন্ধ্যায় বসন্ত,
- সহসা সচকিত,
- সমুদ্রেই যাব,
- আমার প্রতিদিনের শব্দ,
- চাহার দরবেশ ও অন্যান্য কবিতা ইত্যাদি।

অনুবাদগ্রন্থঃ
- হুইটম্যানের কবিতা,
- ইডিপাস।


নির্ণেয় সময় = (220+260) / 45×(5/18) 
= (480×18) / (45×5)
= 38.4 সেকেন্ড

[Note: সঠিক উত্তর: 38.4 সেকেন্ড। কিন্তু অপশনে কাছাকাছি মান আছে 38। এজন্য উত্তর হবে 38 সেকেন্ড]


ধরি, f(x) = 3x² + ax + a +3
যেহেতু, x + 2 দ্বারা বিভাজ্য সেহেতু,
f(-2) = 0 হবে
⇒ 3(-2)2 + a(-2) + a + 3 = 0
⇒ 12 - 2a + a + 3 = 0
⇒ - a + 15 = 0
⇒ a = 15


মনেকরি,
5 বছর পূর্বে পিতার বয়স = 5x বছর
এবং পুত্রের বয়স =x বছর
∴ বর্তমানে পিতার বয়স = (5x+5) বছর
এবং পুত্রের বয়স = (x + 5) বছর
প্রশ্নমতে, 5x + 5 + 2 = 3 (x + 5 + 2)
⇒ 5x + 7 = 3(x + 7)
⇒ 5x + 7 = 3x + 21
⇒ 2x = 14
⇒ x=7
∴ বর্তমানে পিতার বয়স 5×7+5 = 40 বছর
বর্তমানে পুত্রের বয়স = 7 + 5 = 12 বছর
∴ পিতা ও পুত্র = 40 : 12 =10 : 3


দেওয়া আছে,
মোট লোক সংখ্যা = 224
1 জন শিক্ষক, 1 জন প্রশাসক ও 30 জন মূল্যায়নকারী বাদ দিলে অবশিষ্ট লোক সংখ্যা
=224 - (1 + 1 + 30)
= 224 - 32
= 192 জন
এই 192 জনের মধ্যে ছাত্র : ছাত্রী = 13:19
∴ ছাত্র সংখ্যা = 13/(13+19) × 192
= (13/32) × 192
= 78 জন


আমরা জানি,
গ.সা.গু x ল.সা.গু = সংখ্যাদ্বয়ের গুণফল
⇒ 12 x 288 = 96 x অপর সংখ্যা
⇒ অপর সংখ্যা = (12×288)/96
∴ অপর সংখ্যা = 36


 ৪ ও 18 এর ল.সা.গু = 72
∴ নির্ণেয় পূর্ণ সংখ্যা =10000/72
 = 138.8 ≈ 138 টি


একটি ছক্কা নিক্ষেপের ফলাফলঃ

এখানে,
মোট সম্ভাব্য ফলাফল: ১, ২, ৩, ৪, ৫, ৬।

অনুকূল ফলাফল:
বিজোড় সংখ্যা: ১, ৩, ৫ (মোট ৩টি)
৪ এর চেয়ে কম সংখ্যা: ১, ২, ৩ (মোট ৩টি)
তবে, ১ এবং ৩ উভয় শর্তেই পড়ে, তাই দ্বিগুণ গণনা এড়াতে আমাদের মোট অনুকূল ফলাফল থেকে ২ বিয়োগ করতে হবে।
মোট অনুকূল ফলাফল: ৩ (বিজোড়) + ৩ (৪ এর চেয়ে কম) - ২ (উভয়) = ৪

সম্ভাবনা: অনুকূল ফলাফল / মোট সম্ভাব্য ফলাফল = ৪/৬ = ২/৩


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

আমরা জানি,
মোট = n(A) + n(B) - both + none
⇒ 36 = 20 + 28 - both + 0
⇒ 36 = 48 - both
⇒ both = 48 - 36
⇒ both = 12


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0