প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) ওয়াচার কনস্টেবল -২০১৯ (77 টি প্রশ্ন )

সচেষ্ট - নিশ্চেষ্ট
দুর্ভাগ্য - সৌভাগ্য
দুর্লভ - সুলভ







মণিকাঞ্চন যোগ: মানে হলো উপযুক্ত বা চমৎকার সংমিশ্রণ। যেমন: মণি ও কাঞ্চন (সোনা) — উভয়েরই দামি ও সুন্দর সমন্বয়।

সোনায় সোহাগা: একটি ভালো জিনিসের সঙ্গে আরও ভালো কিছু যুক্ত হওয়া — অর্থাৎ একটি উপযুক্ত বা অতিরিক্ত ভালো মিলন।

এই দুটি বাগধারাই উপযুক্ত মিলন বোঝাতে ব্যবহৃত হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


উ-ধ্বনি বা ঊ ধ্বনির পরে অন্য স্বরধ্বনি থাকলে উ অথবা ঊ-ধ্বনির জায়গায় ব-ফলা হয় এবং পরের স্বরধ্বনির চিহ্ন আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
এই সূত্রের কিছু সন্ধির উদাহরণ হলো:
- অনু + এষণ = অন্বেষণ
- অনু + ইত = অন্বিত
- তনু + ঈ = তন্বী 
- অনু + অয় = অন্বয়

ইতর বিশেষ অর্থ প্রভেদ বা পার্থক্য। 
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্তপুর্ণ বাগধারাঃ
- অঞ্চলের নিধি : যে সম্পদ আঁচলে ঢেকে সুরক্ষিত রাখতে হয়/সনত্মান
- অন্ধিসন্ধি : ফাঁকফোকর/গোপন তথ্য
- আঠারো মাসে বছর : দীর্ঘসূত্রিতা।
- আঁটকুড়ো : নিঃসনত্মান।
- আমড়া কাঠের ঢেঁকি : অকেজো লোক/অকর্মণ্য
- আসরে নামা : আবির্ভূত হওয়া।
- আধা খেঁচড়া : বিশৃঙ্খলা 
- আঁচা-আঁচি : পরস্পরের মনের ভাব
- আগলদার : জমির ফসল আগলানোর বা পাহারা দেয়ার জন্য নিযুক্ত লোক 
- আদিখ্যেতা : ন্যাকামি





Intelligence হলো option গুলোর মধ্যে একমাত্র সঠিক বানানযুক্ত word যার অর্থ বুদ্ধিমত্তা, বুদ্ধি । 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Option গুলোর মধ্যে সঠিক বানানযুক্ত word হলো shoulder (কাঁধ, ঘাড়) । 
Treason (রাজনৈতিক প্রতারণা বা বিশ্বাসঘাতকতা) হলো একমাত্র সঠিক বানানযুক্ত word । 
President (রাষ্টপ্রধান, রাষ্টপতি) হলো সঠিক বানানযুক্ত word । 
সঠিক বানানযুক্ত word হলো excessive যার অর্থ অতিরিক্ত, অপরিমিত । 
Hospitable শব্দটির অর্থ বহন করে অতিথিপরায়ণ । পর্যাপ্ত- sufficient, হাসপাতাল- hospital আর অজানা- unknown । 
Opponent শব্দটির অর্থ প্রতিপক্ষ । তাছাড়া প্রতিনিধি এর ইংরেজি representative, বন্ধু এর ইংরেজি friend আর স্বজন এর ইংরেজি relative । 
কাল্পনিক এর ইংরেজি হলো imaginary । নোংরা- dirty, বাস্তব- real, আর দরজা- door । 
Inefficient শব্দটির অর্থ অদক্ষ; অকৃতী । যোগ্য- qualified, পরিশ্রমী- Industrious আর অবিচল- calm । 
Confidential অর্থ গোপনভাবে রক্ষিত; গুপ্ত । শব্দটির অর্থ গোপনীয় দ্বারা প্রকাশ পায় । তাছাড়া অন্যায় এর ইংরেজি unjust, বিশ্বাস এর ইংরেজি belief আর হাত এর ইংরেজি hand । 
Aim at doing something অর্থ কোনো কিছু করার বা অর্জনের চেষ্ঠা করা । সুতরাং aims এর পর at missing রয়েছে । At যোগে বাক্যটির বাংলাঃ ভিশন ২০২১ এর লক্ষ্য বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করা । 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Be born in a rich family অর্থ ধনী পরিবারে জন্মগ্রহণ করা । সুতরাং প্রদত্ত বাক্যে in preposition টি missing রয়েছে । 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0