সামন্তবাদ চালু হয় রোমান সভ্যতায়। আর রোমান সভ্যতার পীঠস্থান বর্তমান ইতালি।
রোমান ও জার্মান দুটি বিশেষ পথা ও অনুষ্ঠান নির্ভর ইউরোপীয় দেশ ইতালিতে প্রথম সামন্ত প্রথার সূত্রপাত হয়।পঞ্চম শতাব্দিতে যখন রোমান সাম্রাজের পতন ঘটে,তখন প্রদেশগুলো শান্তি শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ এবং এগুলো দস্যু কবলিত হয়ে পড়ে।জীবন ও সম্পত্তি রক্ষার জন্য এ প্রথার উৎপত্তি হয়।
আলবার্ট আইনস্টাইন ১৪ মার্চ ,১৮৭৯ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন।তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান এবং আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য ১৯২১ সালে তিনি নোবেল পুরুষ্কার পান।
ভূমিকম্পের মাত্রা নির্ধারনের জন্য বিশ্বজুড়ে বহুল ব্যবহ্নত স্কেলের নাম রিখতার স্কেল।সিসমোগ্রাফ থেকে পাওয়া তথ্য এবং রেখাচিত্র বিশ্লেষণ করে গাণিতিকভাবে ভূমিকম্পকে মাপা হয় রিখটার স্কেলের মাধ্যমে।রিখটার স্কেলে ০-১০ মাত্রা পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা মাপা যায়।চার্লস এফ রিখটার ১৯৩৫ সালে রিখটার স্কেল উদ্ভাবন করেন। এটি একটি ১০-ভিত্তির লগারিদমীয় পরিমাপ।
পূর্ব তিমুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ।এর রাজধানী দিল্লি।দেশটি ১৮৫৯-১৯৭৫ সাল পর্যন্ত পর্তুগালের উপনিবেশ ছিলো।১৯৭৫ সালে দেশটি স্বাধীনতা ঘোষণা করে কিন্তু এর নয় দিন পরেই প্রতিবেশি ইন্দোনেশিয়া পূর্ব তিমুরকে আক্রমন করে দখল করে নেয়।২০ শে মে,২০০২ সালে দেশটি ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
Hyper Text Mark-up Language এর সংক্ষিপ্ত রুপ হলো HTML , যা world wide web(WWW) ব্রাউজারের তথ্য প্রদর্শন বা ওয়েব পেজে তথ্য উপস্থাপন ও ফরমেট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন। এর সর্বশেষ ভার্সন HTML5, যা ২০১৪ সালে বাজারে আসে।
কম্পিউটার আবিষ্কার হওয়ার পর থেকে এর প্রযুক্তিগত উন্নতি,কাজের গতি এবং আকৃতিগত পরিবর্তন বা বিবর্তন ঘটতে থাকে।কম্পিউটারের বিবর্তন ও বিকাশের এক একটি ধাপকে প্রজন্ম বলে।কম্পিউটারের প্রজন্মকে ৫ ভাগে ভাগ করা হয়েছে।যথাঃ ১৯৫১ - ৫৯ =১ম প্রজন্ম ১৯৫৯-৬৫=২য় প্রজন্ম ১৯৬৫-৭১ = ৩য় প্রজন্ম ১৯৭১-বর্তমান=৪র্থ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম=৫ম প্রজন্ম
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
নীলনদ আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী।এর দৈর্ঘ ৬৬৯০ কিমি।নদীটি ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়ে ১১ টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে।
১১টি দেশের মধ্যে দিয়ে নীলনদ যায়- ইথিওপিয়া, সুদান, মিশর, উগান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া।
প্রণালি হলো এক ধরনের সংকীর্ণ জলভাগ যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিচ্ছিন্ন করে।অর্থাৎ প্রণালী একই সাথে দুটি ভূমিকে যেমন পৃথক করে তেমনি আবার দুটি বৃহৎ জলধারাকে সংযুক্তও করে। পক প্রণালি বঙ্গোপসাগর ও আরব সাগরকে যুক্ত করে আর ভারত ও শ্রীলংকাকে পৃথক করে।
১৮ ডিসেম্বর ,১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে শচীন টেন্ডোলকারের ওডি আই অভিষেক হয় এবং ১৮ মার্চ ২০১২ সালে শেষ ওডি আই ম্যাচ খেলে।তিনি তার পুরো ক্যারিয়ার জুড়ে ওডিআই ম্যাচে সর্বাধিক ৪৯ টি শত রানের ইনিংস খেলে।উল্লেখ্য টেস্টে তিনি ৫১ টি শত রান করে।
২০২০ সালে ৯২ তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) জয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো Parasite। এটি সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক চারটি বিভাগে পুরষ্কার পায়।কোরিয়ান ভাষায় নির্মিত এ চলচ্চিত্রটির পরিচালক বং জুন-হো।
১৮ ফেব্রুয়ারি,২০২১ সালে যুক্তষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরি "পারসিভেয়ারেন্স" রোবটটি সফলভাবে মঙ্গলগ্রহে অবতরণ করে।এটি মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করবে।
৩২ তম অলিম্পিক গেমস-২০২০ জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ।কিন্তু করোনা ভাইরাসের কারণে এটি ২০২১ সালে অনুষ্ঠিত হয়।উল্লেখ্য ৩৩ তম অলিম্পিক গেমস ২০২৪ ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে।
বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস রিভিউ-২০২১ প্রতিবেদন অনুযায়ী অনুযায়ী,বিশ্বে পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে তৃতীয় অবস্থানে বাংলাদেশ।আর ১ম ও ২য় অবস্থানে যথাক্রমে চীন ও ভিয়েতনাম।এ প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে বাংলাদেশ ২ হাজার ৮০০ কোটি ডলারের পোশাক আর ভিয়েতনাম ২ হাজার ৯০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করে।
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' । - এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়। - এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে। - বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি। - এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। - উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়। - বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে। - এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
১৯৯৩ সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।এটি দশসালা বন্দোবস্ত নামেও পরিচিত।নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা,বিহার,উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয়,তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে।উল্লেখ্য পূর্ববঙ্গ জমিদারি দখল এবং প্রজাতত্ত্ব বিল (১৯৫০) পাসের মাধ্যমে শের-ই বাংলা এ কে ফজলুল হক এ ব্যবস্থা বাতিল করেন।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে।
- প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাজউদ্দিন আহমেদ। - রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। - উপ-রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। - অর্থ ও বাণিজ্য মন্ত্রী এম মনসুর আলী। - স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান এবং - পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।
২৩ মার্চ, ১৯৪০ সালে অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে মুসলিম লীগের অধিবেশন বসে । এ অধিবশনে অভিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে ফজলুল হক ‘লাহোর প্রস্তাব’ উত্থাপন করেন । বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ২৪ মার্চ, ১৯৪০ সালে প্রস্তবটি গৃহীত হয় ।
দেওয়া আছে, ৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ ও ২ বছর ∴ বর্তমানে মা এর বয়স = ৭+৩ = ৩০ বছর এবং " মেয়ের " = ২ + ৩ = ৫ বছর তাহলে, ৫ বছর পরে মা এর বয়স = ৩০ + ৫ = ৩৫ বছর এবং ৫ " " মেয়ের " = ৫ + ৫ = ১০ বছর ∴ ৫ বছর পরে, মা এর বয়স : মেয়ের বয়স = ৩৫ : ১০ = ৭ : ২
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।