প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) সহকারী পরিচালক -২০১৯ (79 টি প্রশ্ন )





রেশম পথ বা সিল্ক রুট খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত চায়নায় শুরু হয়ে এশিয়ার উপ-মহাদেশীয় অঞ্চলগুলোর মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিম এসিয়া ,ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলকে সংযুক্ত করে আবার চায়নায় গিয়ে শেষ হয়েছে । প্রায় ৬৫০০ কি মি দীর্ঘ এই পথের নামকরণ হয় চীনা সিল্ক রুট নামে যা হান রাজত্বকালে আরম্ভ হয়েছিল। ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ গ্রহণ করে।
ভিয়েনা কনভেনশনটির বিষয়বস্তু ছিল জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেশন ।
ভিয়েনা কনভেশন ১৯৮৫ সালে স্বাক্ষরিত হয়। 
এটি ২২ সেপ্টেম্বর, ১৯৮৮ সালে কার্যকর হয়।
এটিতে বাংলাদেশ সাক্ষর করে ১৯৯০ সালে।

- CIRDAP- এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific। 
- ৬ জুলাই ১৯৭৯(জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদস্যদের ৬টি দেশের সমন্বয়ে প্রথম এটি গঠিত হয়।
- এর সদস্য দেশ ১৫ টি। যথা- বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, নেপাল। থাইল্যান্ড, ভিয়াতনাম, ফিলিপাইন, পাকিস্তান,। আবগানিস্তান, ইরান, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার ওফিজি। 
- এর সদর দপ্তর ঢাকাইয়, সুপ্রীমকোর্টের সম্মুখে চামেলী হাউজে।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


- আমাজনে প্রায় ৩৯০ বিলিয়ন বৃক্ষ রয়েছে যা প্রায় ১৬ হাজার প্রজাতিতে বিভক্ত।
- হরেক রকমের গাছপালা দিয়ে আবৃত এ বনে বেশির ভাগই চিরহরিৎ বৃক্ষ। তাই এ বনকে চিরহরিৎ বনও বলা হয়।
- পৃথিবী জুড়ে যেসব রেইনফরেস্ট রয়েছে তার অর্ধেকটাই এ অরণ্য। তাই একে রেইন ফরেস্টও বলা হয়।
- আমাজনকে রেইনফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইনফরেস্ট বলা হয় এখানকার অত্যধিক আর্দ্রতা, বৃষ্টিপাত (বর্ষা মৌসুমে) এবং গরম আবহাওয়ার কারণে। প্রচণ্ড গরমের কারণে বাষ্পীভবনের হার অনেক বেশি যার কারণে আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হয়। তাই একে গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল বলা যেতে পারে।


২০১২ সালে পাটসহ পাঁচশ উদ্ভিদের জন্য ক্ষতিকারক ছত্রাকের জীবন রহস্য (জেনোম সিকোয়েন্স) উম্মোচন করেন বাংলাদেশের বিজ্ঞানী মাকসুদুল আলম। এছাড়াও তিনি ২০১০ সালে দেশি পাটের জীবনরহস্য উম্মোচন করেন।

- International Development Association বা IDA অর্থনৈতিক অবকাঠামো, শিক্ষা, স্বাস্হ্য,সুপেয় পানি এবং পরিবেশগত সুরক্ষায় ঋণ প্রদান করে। IDA সহজ শর্তে ঋণ দেয়।  ২৫-৩০ বছরের জন্য ১.২৫% থেকে ২.২৮% পর্যন্ত সুদে ঋণ প্রদান করে। তাই IDA "International Soft Loan Window" নামে পরিচিত।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।


দোয়েল চত্বর ঢাকার শাহবাগে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর অন্যতম হচ্ছে দোয়েল চত্বর। এর স্থপতি হলেন আজিজুল জলিল পাশা। এটি বাংলাদেশের জাতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক যা বাংলাদেশের ইতিহাসকে সমৃদ্ধ করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
      4Y2– QY + 16 
=> (2Y)^2 - 2.2Y.4 + (4)^2 + 16Y - QY 
=> (2Y - 4)^2 + 16Y - QY : 
 যা পূর্ণ বর্গ হবে 16Y - QY = 0 হলে, 
                => 16Y = QY 
                        Q = 16 

২৭ কেজি = ১০ কেজি + ১৭ কেজি 
             = (১০×৫+১৭×৪) টাকা 
             = ৫০ + ৬৮ = ১১৮ টাকা 

 আবুল মাসিক আয় = ৫০০০+৫০০০ এর ৪০% 
                        = ৫০০০ + ২০০০ 
                        = ৭০০০ টাকা 
    বদির মাসিক আয় = ৭০০০×৮/৭ = ৮০০০ টাকা 
 মোট মাসিক আয় = ৫০০০+৭০০০+৮০০০ 
                       = ২০০০০ টাকা 

 
ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক । 
 DE = ১/২ BC = ১/২ × ৮ = ৪ মিটার 

মনেকরি, ৮% হারে ক টাকা বিনিয়োগ করেন, 
 ১০০০০×৬/১০০+৮ক/১০০ = (ক+১০০০০)×৭/১০০ 
=> ৬০০০০+৮ক = ৭ক + ৭০০০০ 
=> ৮ক - ৭ক = ৭০০০০ - ৬০০০০ 
=> ক = ১০০০০ টাকা 

প্রশ্নমতে, (৬ জন লোক+৮ জন বালক)×১০ = (২৬ জন লোক+৪৮ জন বালক)×2
বা, ৩০ জন লোক + ৪০ জন বালক = ২৬ জন লোক + ৪৮ জন বালক
বা, ৪ জন লোক = ৮ জন বালক 
অর্থাৎ, ১ জন লোক দুইজন বালকের সমান কাজ করতে পারে৷
১২+৮ = ২০ জন বালক ১ টি কাজ করে ১০ দিনে
তাহলে ১ জন বালক কাজটি করবে ২০×১০ =২০০ দিনে
তাহলে, ৩০+২০ জন বালক কাজটি করতে পারে ২০০/৫০ = ৪ দিনে৷


  ক এর ১২০% = খ এর ৮০% 
 => ক × ১২০/১০০ = খ × ৮০/১০০ 
=> ক/খ = ৮০/১২০ = ১/১.৫ 
=> খ/ক = ১.৫/১ 
=> ক+খ/ক = ১.৫+১/১ 
=> ক + খ = ২.৫ক 

দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দুর সংখ্যা বা সমগ্র সম্ভাব্য ফলাফল = ৬ × ৬ = ৩৬টি।
ধরি, ছক্কার সংখ্যা দুটির যোগফল ১০ হওয়ার ঘটনা = A

যোগফল ১০ হতে পারে এমন জোড় বা ফলাফলগুলো নিচে দেওয়া হলো:
১. (৪, ৬) [কারণ ৪ + ৬ = ১০]
২. (৫, ৫) [কারণ ৫ + ৫ = ১০]
৩. (৬, ৪) [কারণ ৬ + ৪ = ১০]

সুতরাং, ঘটনা A এর অনুকূল ফলাফল সংখ্যা = ৩টি।

আমরা জানি,
সম্ভাবনা P(A) = অনুকূল ফলাফল / সমগ্র সম্ভাব্য ফলাফল
= ৩ / ৩৬
= ১ / ১২
³√2:³√4 = 7:x   (ধরি) 
 
  => ³√2/³√4 = 7/x 
 => x = 7× (³√4/³√2) = 7×4^1/3 /2^1/3 
                                  = 7(4/2)^1/3 
                                  = 7 × 2^1/3 
                                  = 7 × 2^1/3 
                                  = 7³√2 

মোট দূরত্ব = (১৮০ + ৭২০) মিটার 
              = ৯০০ মিটার 
  বেগ = ৫৪ কিলোমিটার/ঘন্টা 
        = ৫৪×৫/১৮ মিটার/সেকেন্ড 
       = ১৫ মিটার/সেকেন্ড  
  সময় = ৯০০/১৫ = ৬০ সেকেন্ড 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দূরত্ব ৪ কিমি = ৪০০০ মিটার 
যাওয়ার সময় = ৫০ মিনিট 
 যাওয়ার বেগ = ৪০০০/৫০ = ৮০ মিটার/মিনিট 
 আসার সময় বেগ ১০% কমলে, বেগ হবে = ৮০ - ৮০ এর ১০% 
                                             = ৮০ - ৮০ × ১০/১০০ 
                                             = ৮০ - ৮ 
                                             = ৭২ মিটার/মিনিট 
 
     ফেরত আসার সময় = ৪০০০/৭২ = ৫৫.৫৬ মিনিট 
     আসা যাওয়ার মোট সময় = (৫০ + ৫৫.৫৬) মিনিট 
                                    = ১০৫.৫৬ মিনিট 
                                    = ১০৬ মিনিট (প্রায়) 

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0