জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)- এর ফিল্ড অফিসার (০৩.০২.২০১৭) (89 টি প্রশ্ন )
 ‘খুব বেশি/ অনেক’ অর্থ প্রকাশ করতে uncountable noun এর পূর্বে so much ব্যবহৃত হয়। I was late because there was so much traffic- আমার দেরি হয়েছিল কারণ রাস্তায় অনেক যানজট ছিল । 




ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। প্রায় ৫,০০০ দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এর রাজধানীর নাম জাকার্তা। সরকারী ভাবে ইন্দোনেশিয়ার নাম ইন্দোনেশীয় প্রজাতন্ত্রী।

বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
================================

এই প্রশ্নের উত্তর কেউ বলে WTO আবার কেউ বলে EU

এখানে তিনটা জিনিস বিচার করলে আমরা উত্তর পেয়ে যাবো-
১) অর্থনৈতিক বিষয়টা কী?
২) বানিজ্যিক বিষয়টা কী?
৩) জোট বিষয়টা কী?
১) অর্থনৈতিক সংগঠনগুলো অর্থনৈতিক সহযোগিতা এবং ঋণ প্রদান করে থাকে,অবকাঠামো নির্মাণে সহায়তা করে থাকে।যেমন -EU,ADB,IDB,World Bank
২) বানিজ্যিক সংগঠন বলতে বুঝাবে এমন সংগঠনকে যে সংগঠন গুলো অবাধ বানিজ্য,শুল্কমুক্ত বানিজ,শুল্ক সংক্রান্ত বাধা দূর করে,ডাম্পিং,এন্টি ডাম্পিং, ট্যারিফ,প্যারা ট্যারিফ,নন ট্যারিফ ব্যারিয়ার নিয়ে কাজ করে।যেমন WTO,CARICOM,
৩) জোট বলতে বুঝাবে এমন সংস্থা কে যার সদস্য হবে একটি নির্দিষ্ট এলাকার দেশ সমূহ।

এবার আসুন মূল ব্যাখ্যায় ------- WTO কাজ করে বানিজ্য নিয়ে,ঋণ দেয় না তাহলে WTO কে অর্থনৈতিক বলা যাচ্ছে না পাশাপাশি WTO এর বর্তমান সদস্য ১৬৪ টি যা কোন নির্দিষ্ট এলাকার দেশ নয় তাহলে WTO কে জোট ও বলা যাবে না।

অপরদিকে EU এর দুটি বডি European Central Bank এবং European Commission ঋণ প্রদান করে থাকে তাহলে EU কে অর্থনৈতিক বলা যাচ্ছে এবং জোট ও বলা যাচ্ছে কারণ ইউরোপের ২৭ টি দেশ EU এর সদস্য।

প্রশ্ন ছিলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?

 যুক্তি অনুসারে European Union



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন










ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে শহীদ দিবস, স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ ও বিজয় দিবস সর্বজনীনভাবে উদ্যাপিত হয়ে থাকে।
 
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যদের নির্বিচার গণহত্যা ও ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার পর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। তখন থেকেই এ দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু ১৯৮০ সালের ৩ অক্টোবর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার দিনটিকে জাতীয় দিবস হিসেবেও উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।
 
 

জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০, যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন।

এখানে, ১/৭ < ২/৭ < ৩/৭ বা, ০.৪৩ 

  ১/৮ = ২৫/২×৪×২৫ = ২৫/২×১০০ = ০.১২৫ 

  নির্ণেয় বৃহত্তম সংখ্যা ৩/৭  


যোগফলের স্থলে ক্ষেত্রফল হলে = ১/২ (ভূমি×উচ্চতা) । 


৩টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা

২টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ ১টি লেবু বিক্রয়ে লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা

∴ লাভের হার = {(১/৬) × ১০০}/(১/৩) = ৫০ টাকা


সংখ্যাগুলো হতে পারেঃ ১, ২ ও ৩; ২, ৩, ও ৪; ৩, ৪ ও ৫; ৪, ৫ ও ৬; ৫, ৬ ও ৭ প্রভৃতি । 

 কিন্তু ৪×৫×৬ = ১২০ 

এবং  ৪+৫+৬ = ১৫ 

 নির্ণেয় যোগফল  ১৫ 


১ গ্যালন = ৪.৫৫ লিটার 

১০০ "  = (৪.৫৫ × ১০০) " 

         = ৪৫৫ লিটার 


ধরি, কন্যার বয়স x বছর । 

   x বছর পর কন্যার বয়স দ্বিগুণো হবে । 

   ৩০+x = x+x 

=> ২x - x = ৩০ 

        x = ৩০ 

  মাতের বয়স হবে (৩০+৩০) বা ৬০ বছর । 


০.০১ ✖ ০.০১ = ১/১০০ × ১/১০০ = ১/১০০০০ = ০.০০০১ 


 (x - y)2 = (x+y)2 - 4xy 

           = (6)2 - 4 × 6 

           = 36 - 24 

           = 12 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

ধরি, মূলধন ১০০ টাকা 

       সুদমূল ২০০ " 

 সুদ = (২০০ - ১০০) বা ১০০ টাকা 

  ১০০ টাকার ৬ বছরের সুদ ১০০ টাকা 

  ১০০  "     ১  "   "   ১০০/৬ " 

  ১০০  "    ৪  "   "  ১০০×৪/৬ " 

                       = ৬৬ (২/৩)  " 

 সুদমূল (১০০ + ২০০/৩) টাকা 

        = ৫০০/৩ " 

   এখন, সুদমূল ৫০০/৩ টাকা হলে মূলধন ১০০ টাকা 

             "  ২০৫০ "   "    "  ১০০×২০৫০×৩/৫০০ " 

                                   = ১২৩০ " 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0