জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক - ১৬.১০.২০১৫ (91 টি প্রশ্ন )
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা: (৮ ফাল্গুন ১৩৫৮)
 

অর্থনৈতিক সমীক্ষা-২০১৬ অনুযায়ী, বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ১,৪৬৬ মার্কিন ডলার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাব মতে, ২০১৫-১৬ অর্থবছরে মাথাপিছু আয় ১,৪৬৫ মার্কিন ডলার।

Updated: 25 Nov. 2016

 

সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন হলো ওজনস্তররের ক্ষতিসাধনকারী গ্যাস। উপাদানগুলোর মধ্যে ক্লোরিন সবচেয়ে বেশি ক্ষতিকর। ক্লোরোফ্লোরো-কার্বন গ্যাস বা সিএফসি যেন অনেকটা ওজোন স্তরকে খেয়ে ফেলতে থাকে। এই সিএফসি থাকে বিভিন্ন ধরনের স্প্রে ক্যানে, ফ্রিজ এবং এয়ার কন্ডিশনারে। ফলস্বরূপ, ১৯৮৫ সালে দেখা গেল যে দক্ষিণ গোলার্ধের ওজোন স্তরে বড়সড় একটি গর্ত তৈরি হয়েছে।
দুর্নীতি, দারিদ্র‍্য ও রাজনীতি সুশাসনের প্রতিবন্ধক হলেও অন্যতম প্রতিবন্ধক হলো দুর্নীতি।



যেহেতু Q ছেলে নয়, তাহলে অবশ্যই Q মেয়ে। 
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম ২টি বিন্দুতে ছেদ করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যেমন ডিজেল ইঞ্জিন মোটর গাড়ীর একটি অপরিহার্য অংশ, তেমনি সার্চ ইঞ্জিন হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ, সার্চ ইঞ্জিন ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য ব্যবহৃত হয় (যেমন: Google, Bing)


 = ৯

 = ৩৬

 = ৮১

১২ = ১৪৪

১৫ = ২২৫


9 comes 20 times between 1 and 100. Let’s see how-

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10.

11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20.

21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30.

31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40.

41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50.

51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60.

61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70.

71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80.

81, 82, 83, 84, 85, 86, 87, 88, 8990.

91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100.


ওজনের ক্রম নির্ণয়:
- P হলো B এর চেয়ে ভারী
- R হলো A এর চেয়ে হালকা
- P হলো R এর চেয়ে হালকা
- সুতরাং ওজনের ক্রম: A > R > P > B
  A সবচেয়ে ভারী

   ৭৫%  = ৯০
⇒ ১%     = ৯০/৭৫
⇒ ১০০% = ৯০X১০০)/৭৫ 
         = ১২০
 

ধরি, বকুলের আয় = ১০০ টাকা

তাহলে, রতনের আয় = ১০০+২৫=১২৫ টাকা

রতনের আয় ১২৫ টাকা হবে বকুলের আয় ১০০ টাকা

রতনের আয় ১০০ টাকা হলে বকুলের আয় = (১০০×১০০)/১২৫ টাকা = ৮০ টাকা।

সুতরাং, বকুলের আয় কম = (১০০ - ৮০)% = ২০%


মনে করি, সংখ্যাটি x

তিনগুণ 3x

দ্বিগুণ 2x

প্রশ্নমতে,3x+2x=90

বা,5x=90

বা,x=90/5

বা,x=18

সুতরাং,সংখ্যাটি 18 ।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

This is called ''Fibonacci Sequence'. The next number is found by adding up the two numbers before it.

 



দেওয়া আছে,
a-(1/a)=√3

আমরা জানি,
(a + 1/a)2= (a-1/a)2+4.a.1/a
⇒ (a + 1/a) = √{(a-1/a)2+4.a.1/a}
⇒ (a + 1/a) = √{(√3)2 + 4}
(a + 1/a) = √ (3 + 4) = √7


a2-(1/a2)  = (a + 1/a) (a - 1/a)
a2-(1/a2)  = √7 ×  √3 = √21

২০৭৪০ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন অতিরিক্ত হয়

তাহলে , সৈন্য বর্গাকারে সাজানো হয় = (২০৭৪০-৪)জন = ২০৭৩৬ জন

২০৭৩৬ এর বর্গমূল = ১৪৪ তাহলে, সারি ১৪৪ টি


√(০.০০০০০৯)
= √ (৯/১০০০০০০)
= ৩/১০০০০
= ০.০০৩

- এপসন কোম্পানি ১৯৮১ সালে প্রথম ল্যাপটপ কম্পিউটার তৈরি করে, এটি ছিল প্রথম বাণিজ্যিকভাবে সফল পোর্টেবল কম্পিউটার.
- বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপ হচ্ছে দোয়েল। 
- Epson HX-20 ছিল বিল্ট-ইন প্রিন্টার সহ প্রথম পোর্টেবল কম্পিউটার।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- GSM এর পূর্ণরূপ হচ্ছে: Global System for Mobile communication 
- GSM প্রযুক্তি GPRS ও EDGE সুবিধা প্রদান করে।
- এই প্রযুক্তি ব্যাবহার করলে খরচ কম, বাংলাদেশের মোবাইল কোম্পনাইগুলো GSM ব্যাহবার করে।
- যে সব দেশে লোকসংখ্যা বেশি, GSM ব্যাবহার করতে হয়। 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0