প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার -২০১৯ (72 টি প্রশ্ন )




১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে ভুটান। পরবর্তীতে একই দিনে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ ভারত। ভারতের স্থানীয় সময় বেলা ১১টায় ‘অল ইন্ডিয়া রেডিও’ তে বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা আসে।


» হালদা ভ্যালি – খাগড়াছড়ি
» বলিশিরা – মৌলভীবাজার
» সাঙ্গু ভ্যালি – চট্টগ্রাম
» ভেঙ্গি ভ্যালি – কাপ্তাই,রাঙ্গামাটি
» নাপিত খালি ভ্যালি – কক্সবাজার
» মাইনীমুখী ও সাজেক ভ্যালি – রাঙ্গামাটি
কাসাব্লাঙ্কা মরক্কোর উত্তরাঞ্চলে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত একটি শহর। এটি একই সাথে দেশটির প্রধান বন্দর এবং বাণিজ্যিক কেন্দ্র।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন




সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরাম পর্বতমালার ৩৫.৫° উত্তর ৭৭.০° পূর্ব অবস্থান অক্ষাংশে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার ঠিক পূর্বদিকে অবস্থিত। ৭০ কিমি দীর্ঘ কারাকোরামের বৃহত্তম ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অমেরুপ্রদেশীয়। এই হিমবাহটি ভারতের নিয়ন্ত্রণাধীন। ভারত এখানে পৃথিবীর উচ্চতম হেলিপ্যাডটি নির্মাণ করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২১,০০০ ফুট উঁচুতে এই হিমবাহেই পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রটি অবস্থিত। পাকিস্তান সল্টোরিও রিজের পশ্চিমে এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে, যা সিয়াচেন হিমবাহের পশ্চিমে অবস্থিত, পাকিস্তানি পোস্টগুলি রিজটিতে ৩০০০ ফুট নীচে ১০০ টিরও বেশি ভারতীয় পোস্ট অবস্থিত।

মেক্সিকো উত্তর আমেরিকার একটি যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। এই দেশের উত্তর সীমান্তে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র; দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর; দক্ষিণ-পূর্বে গুয়াতেমালা, বেলিজ ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগর অবস্থিত।
- ইউমা/গ্রেট ডেজার্ট : মেক্সিকো-যুক্তরাষ্ট্র
- সনোরান ডেজার্ট : যুক্তরাষ্ট্র-মেক্সিকো
- ওলমেক সভ্যতা মেক্সিকোর দক্ষিণাচলে ছিল। 
- চিচেন ইৎজা হলো মেক্সিকোর ইউক্যাটান পেনিনসুলায় অবস্থিত একটি প্রাচীন পাথুরে শহর যা মায়া সভ্যতার লোকেরা তৈরি করেছিলো।
- মেক্সিকো নাফটার সদস্য। অন্য ২ টি সদস্য হলঃ  যুক্তরাষ্ট্র এবং কানাডা। NAFTA এর পূর্ণরূপ North American Free Trade Agreement.
- ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
- গ্লোবাল গ্যাগ রুল হল মেক্সিকো সিটিকে নিয়ে পলিসি। ১৯৮৪ সালে রেপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এ নীতিমালা আরোপ করেছিলেন।
ক + ক = খ + খ + খ 
   => ২ক = ৩খ 
   =>  ক = ৩/২ খ ...............(i) 
 
 আবার, ক + খ = ৫ 
        => ৩/২ খ + খ = ৫    [(i) নং থেকে ] 
        => (৩খ + ২খ )/২ = ৫ 
        => ৫ খ = ১০ 
         =>  খ = ২ 
             ক = ৫ - খ 
                = ৫ - ২ = ৩  
 
         ক+ খ  = (ক + খ)^২ - ২ কখ  
                      = ৫^২ - ২ × ৩ × ২ 
                      = ২৫ - ১২ 
                      = ১৩ 

ছাত্র ৪০% 
 ছাত্রী = (১০০% - ৪০%) = ৬০% 
 
বিতর্কে যোগ দেয়া ছাত্র-ছাত্রীর সংখ্যা 
                            = ৪০% এর ৩০/১০০ + ৬০% এর ২০/১০০ 
                            = ১২% + ১২% = ২৪% 

(৫+৯+ক+খ)/৪ = ১৪ 
=> ক + খ + ১৪ = ৫৬ 
=>  ক + খ = ৪২ .......(i) 
 
  (ক+৭) এবং (খ - ৩) এর গড়
= (ক+৭) + (খ - ৩) / ২ 
= ক+৭+খ-৩/ ২ 
= ক+খ+৪/২ 
= ৪২+৪/২ = ৪৬/২ 
= ২৩ 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 ছ থেকে জ এর সর্বোচ্চ দূরত্ব = ২০ + ১২ = ৩২ মাইল 
  এবং সর্বনিম্ন দূরত্ব = ২০ - ১২ = ৮ মাইল । 
 
   ছ থেকে জ এর দূরত্ব নির্দেশক ক হলে ৮ ≤ ক ≤ ৩২  

ধরি, বাহুগুলো 5x, 12x ও 13x 
 5x + 12x + 13x = 195 
                    => x = 6.5 
 বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের 
                 সমষ্টি = 5x + 13x = 18x 
                                          = 18 × 6.5 
                                          = 117 সেমি 

Short technique: 
৩০% - ৩০% + (৩০%)×(-৩০%)/১০০ 
= -৯% 
 ৯% কমলো 

১২ বছরে দ্বিগুন হয় 
 অর্থাৎ পরের ১২ বছরে তিনগুণ হবে । 
এবং তার পরের ১২ বছরে চারগুণ হবে । 
 
       মোট ৩৬ বছর লাগবে ।  

ট্যাংক পূর্ণ হতে প্রয়োজনীয় সময় = ১/ (১/২৮+১/১৪-১/৪২) 
                                         = ১২ মিনিট । 

দিন বাকি থাকে ২৬ - ৮ = ১৮ দিন 
অবশিষ্ট ছাত্র থাকে = ৬৬ - ৩০ = ৩৬ জন 
 
অবশিষ্ট খাদ্যে ৬৬ জনের যাবে ১৮ দিন 
                   ১      "    যাবে (১৮×৬৬) " 
                  ৩৬    "         ১৮×৬৬/৩৬ " 
                                   = ৩৩ দিন 

Short technique: A+B+(AB/100%) 
          
              = 25%+20%+(25%×20%/100%) 
              = 45% + 5% 
              = 50% বাড়বে । 

চাকাটি ১ বার ঘুরলে যায় ১২০ সেমি 
 "      ৬০ "    "      "  ১২০ × ৬০ সেমি 
 
   ১ মিনিটে যায় ১২০ × ৬০ সেমি 
  ৬০ "        "  ১২০×৬০×৬০ সেমি 
                 = ৪,৩২,০০০ সেমি 
                 = ৪,৩২০ মি 

সবুজ ২০০০ টাকা পেলে  
  মামুন পাবে ৪০০০ টাকা 
 
 মোট মুনাফা = ২০০০ + ৪০০০ + ৯০০ 
                 = ৬৯০০ 

 380 × 2.6  = 988 টাকা 
 380 টাকা সঞ্চয় করেন 5 সপ্তাহে 
  
   1    "      "      "    5/380  " 
   988 "      "      "   (5×988)/380 " 
                            = 13 সপ্তাহে 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মনে করি, ১৯৮০ সালে জনসংখ্যা ছিল x জন, 

  ১৯৮০  ১৯৯০  ২০০০  ২০১০ 
    x        ২x     ৪x      ৮x    
  
জনসংখ্যা বৃদ্ধি = ৮x - x =  ৭x 
 
 জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার = (৭x/x)*১০০
=৭০০%   

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0