'Hasina:A Daughter's Tale ' পিপলু খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র (চলচ্চিত্র ) ,যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ।চলচ্চিত্র ২০১৮ সালে মুক্তি পায় ।
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র 'সমাচার দর্পণ ' ,যা ১৮১৮ সালের মে মাসে হুগলি জেলার শ্রীরামপুর মিশনারির জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয় ।সংবাদই ছিল এ পত্রিকার প্রাণ ,তবে ধর্ম বা তত্ত্ব আলোচনাও থাকত । এ পত্রিকা কোন ধর্মীয় বিতর্কে না গিয়ে খ্রিষ্টান মতবাদের প্রতি পক্ষপাত পোষণ করতো ।পত্রিকাটি ১৮৪০ সালে বন্ধ হয়ে যায় ।
সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন সম্পদ ও সমুদ্রকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতিকে বলা হয় 'ব্লু ইকোনমি ' বা সমুদ্র অর্থনীতি ।অধ্যাপক গুন্টার পাউলি তাঁর The open source from the source গ্রন্থে টেকসই ও পরিবেশবান্ধব মডেল হিসেবে 'ব্লু ইকোনমি'র ধারণা দেন
১০ কি.মি বা তার কম এলাকার মধ্যে বেশ কিছু কম্পিউটার বা অন্য কোন পেরিফেরিয়াল ডিভাইস সংযুক্ত করে যে Network তৈরি করা হয় তাকে Local Area Network বলে.LAN সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস বিল্ডিংয়ে অবস্থিত কম্পিউটারে ব্যবহার করা হয় ।LAN এর Standard হল IEEE 802 .
Motherboard এর সাথে সরাসরি যুক্ত একাধিক Chip নিয়ে গঠিত যে Memory -তে read এবং write দুটি কাজ সম্পন্ন করা যায় তাকে RAM (Random Access Memory ) বলে।RAM এ তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে ।ফলে RAM এর তথ্য অস্থায়ীভাবে
সঞ্চিত থাকে ।কম্পিউটারে বিদ্যুৎ প্রবাহ বন্ধ RAM এর সব তথ্য মুছে যায় ।
ইন্দো -প্যাসিফিক অঞ্চলে সমন্বিত নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ১৫ সেপ্টেম্বর ,২০২১ সালে অস্ট্রেলিয়া ,যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিমুখী প্রতিরক্ষার কৌশলগত জোট AUKUS গঠিত হয় ।অকাস জোটের চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে ।
৮ আগস্ট ,১৯৬৭ সালে ব্যাংকক ঘোষণার মাধ্যমে রাজনৈতিক ও অর্থ নৈতিক সংস্থা Association of southeast Asian Nations (ASEAN)প্রতিষ্ঠা লাভ করে ।এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত ।এর বর্তমান সদস্য দেশ ১০ টি
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' । - এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়। - এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে। - বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি। - এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। - উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়। - বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে। - এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
১৯৩০ সালে প্রথম ফিফা বিশ্বকাপ উরুগুয়েতে অনুষ্ঠিত হয় ।এতে ১৩ টি দল অংশ গ্রহণ করে ।প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে ,রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা
বাংলাদেশে বর্তমান আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা ৩ টি ।যথা -হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ,শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ।
আর দেশে বর্তমানে অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা ৫ টি ।যথা -রাজশাহী ,যশোর , সৈয়দপুর (নীলফামারী),বরিশাল,কক্সবাজার ।
উল্লেখ্য আন্তর্জাতিক ৩ টি সহ অভ্যন্তরীণ বিমানবন্দর ৮ টি ।
দারিদ্র দূরীকরণ ,বিশ্বের সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সর্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতিসংঘের Sustainable Development Solutions Network কর্তৃক 'এসডিজি অগ্রগতি পুরস্কার ' লাভ করেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বিষুব রেখার উত্তরে ২৩.৫ ডিগ্রি অক্ষরেখাই হচ্ছে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যানসার এবং দক্ষিণ গোলার্ধে ২৩.৫ ডিগ্রি দক্ষিণে অক্ষরেখাকে মকরক্রান্তি রেখা বলে ।বাংলাদেশের মাঝখানে (চুয়াডাঙ্গা ,ঝিনাইদহ ,মাগুরা ,রাজবাড়ী ,ফরিদপুর ,ঢাকা ,মুন্সিগঞ্জ ,নারায়ণগঞ্জ ,কুমিল্লা,রাঙ্গামাটি ,খাগড়াছড়ি )দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে ।
৩ জুন ,১৯৪৭ সালে ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরস লর্ড মাউন্টব্যাটেন ভারত ভাগের পরিকল্পনা ঘোষণা করেন . - ১৮ জুলাই,১৯৪৭ সালে মাউন্টব্যাটেন এর পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্রিটিশ পার্লামেন্ট ভারত স্বাধীনতা আইন পাশ হয় । - এই আইনের ফলে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয় । - ফলে ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয় ।
৩ নভেম্বর ,২০২০ সালে যুক্তরাষ্ট্রের ৫৯ তম প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ।
বাংলাদেশে এ পর্যন্ত ৮ টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।এর মধ্যে ৭ টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং ৮ম পঞ্চবার্ষিকী চলমান রয়েছে । ২৯ ডিসেম্বর ,২০২০ সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১-২০২৫ মেয়াদে চূড়ান্ত অনুমোদন দেয় ।তবে এটির কার্যকাল ধরা হয়েছে জুন ,২০২০ জুলাই ,২০২৫ পর্যন্ত ।
পদ্মা নদীর উপর নির্মিত হওয়া মাওয়া (মুন্সিগঞ্জ ) -জাজিরা প্রান্তে অবস্থিত 'পদ্মা সেতু ' - এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই ,২০০১ সালে এবং - মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর ,২০১৫ সালে । - এর দৈর্ঘ্য ৬.১৫ কি মি এবং প্রস্থ ১৮.১০ মিটার । - এতে মোট পিলার আছে ৪২ টি এবং স্পেন আছে ৪১ টি । - এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ।
ব্রিটিশ শাসনামলে বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে রাজশাহী ,ঢাকা ও চট্টগ্রাম বিভাগ গঠন করা হয় । - পরবর্তীতে রাজশাহী ও ঢাকা বিভাগের একাংশ নিয়ে ১৯৬০ সালে খুলনা বিভাগ গঠিত হয় . - দেশ স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে এই চারটি বিভাগ ছিল । - দেশ স্বাধীনের পর খুলনা বিভাগের একাংশ নিয়ে প্রথম বরিশাল বিভাগ গঠিত হয় ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
প্রথম সমাজতান্ত্রিক ও ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১১ জানুয়ারি ,১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে । দেশ --------------------সময় পূর্ব জার্মানি -----------১১ জানুয়ারি ,১৯৭২ আয়ারল্যান্ড ---------১১ ফেব্রুয়ারি ,১৯৭২ বুলগেরিয়া ----------১২ জানুয়ারি ,১৯৭২ সোভিয়েত ইউনিয়ন -------২৪ জানুয়ারি ,১৯৭২
১০ জন পুরুষ ১৪ দিনে কাজটি করে দৈনিক ৬ ঘণ্টা কাজ করে ১০ জন পুরুষ ১ দিনে কাজটি করে দৈনিক ৬ × ১৪ ঘণ্টা কাজ করে ১ জন পুরুষ ১ দিনে কাজটি করে দৈনিক ৬ × ১৪ × ১০ ঘণ্টা কাজ করে ১২ জন পুরুষ ১০ দিনে কাজটি করে দৈনিক (৬ × ১৪ × ১০)/(১২ × ১০) = ৭ ঘণ্টা
মনে করি ,BC=x এখানে ,AC=CD=১৬ মিটার এবং ∠BDCs=৩০⁰ এখন , BDC সমকোণী ত্রিভুজ হতে পাই , Sin৩০⁰=x/১৬ বা, ১/২ =x/১৬ বা ২x =১৬ বা,x =৮ অতএব ,খুঁটির দৈর্ঘ্য ৮+১৬ মিটার = ২৪ মিটার
এখানে , ৬ জন পুরুষ ও ৫ জন মহিলা ১ দিনে করে ১/৬ অংশ ৪ " " ৫ " " ১ " " ১/৮ অংশ ____________________________________________________________ ২ জন পুরুষ ১ দিনে করে =(১/৬-১/৮) অংশ ২ " " ১ " " =১/২৪ অংশ ১" " ১ " " =১/(২৪ × ২)অংশ' ৪ " " ১ " " =১× ৪/(২৪ × ২)অংশ' =১/১২ অংশ
এখন ৪ জন পুরুষ ও ৫ জন মহিলা ১ দিনে করে ১/৮ অংশ এবং ৪ জন পুরুষ ১ দিনে করে ১/১২ অংশ অতেবন ,৫ জন মহিলা ১ দিনে করে ১/৮-১/১২ অংশ =৩-২ /২৪ অংশ =১/২৪ অংশ
তাহলে ২০ জন মহিলা ১ দিনে করে (১×২০)/(২৪×৫) =১/৬ অংশ
অতএব , ৮ জন পুরুষ ও ২০ জন মহিলা ১ দিনে করে =(১/৬+১/৬) অংশ =(১+১)/৬ অংশ =২/৬-১/৩ অংশ
১/৩ অংশ করে ১ দিনে অতএব , ১ অংশ করে ৩×১ =৩ দিনে
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।