কৃষক প্রজা পার্টি আর্থ-সামাজিক কর্মসূচি সম্বলিত এ রাজনৈতিক দলটি ১৯৩৬ থেকে ১৯৪৩ পর্যন্ত বাংলার রাজনীতিতে যথেষ্ঠ প্রভাব বিস্তার করেছিল । ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত কৃষক প্রজা পার্টি ছিল নিখিল বঙ্গ প্রজা সমিতির ফসল । ১৯১৯ সালের ভারত শাসন আইনের আওতায় মুসলমান গণ্যমান্য ব্যাক্তিদের রাজনৈতিক দলসমূহ ও সমিতিগুলির দ্রুত ভাঙ্গাগড়া চলতে থাকে । বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মুসলমান নেতৃবৃন্দের সমন্বয়ে নিখিলবঙ্গ প্রজা সমিতি (All Bengal Tenants Association) প্রতিষ্ঠিত হয় ১৯২৯ সালে । স্যার আব্দুর রহিম এ সমিতির সভাপতি এবং আরও পাঁচজন সহ-সভাপতি ছিলেন । এ. কে ফজলুল হক ছিলেন এ পাঁচজন মধ্যে প্রথম সহ-সভাপতি
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৫ সালের ৯ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরের উপর যে পারমাণবিক বোমাটি ফেলেছিল, তার সাংকেতিক নাম ছিল "ফ্যাট ম্যান" (Fat Man)। - এটি ছিল প্লুটোনিয়াম-ভিত্তিক একটি বোমা এবং এর বিস্ফোরণ ক্ষমতা ছিল প্রায় ২১ কিলোটন টিএনটি-র সমান।
- এর তিন দিন আগে, অর্থাৎ ৬ই আগস্ট, হিরোশিমা শহরে "লিটল বয়" (Little Boy) নামে আরেকটি পারমাণবিক বোমা ফেলা হয়েছিল।
- এই দুটি বোমার আঘাতে আনুমানিক ১ লক্ষ ২৯ হাজার থেকে ২ লক্ষ ২৬ হাজার মানুষ নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক। এই ভয়াবহ হামলার কয়েক দিন পরেই জাপান আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
বরেন্দ্র রিসার্চ সোসাইটি (১৯১০-১৯৬৩) বরেন্দ্র গবেষণা জাদুঘরের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান । সাধারণভাবে বাংলার ও বিশেষভাবে বরেন্দ্র অঞ্চলের গৌরবময় অতীত সম্পর্কে অধ্যয়ন ও গবেষণার উদ্দেশ্যে ১৯১০ সালে রাজশাহীতে এ সোসাইটি প্রতিষ্ঠিত হয় ।
ডায়াবেটিস রোগে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় । যখন খাবার নিয়ন্ত্রণ বা ওষুধের মাধ্যমে এই মাত্রাকে নিয়ন্ত্রণে আনা যায় না তখন ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন দিতে হয় । ইনসুলিন একটি প্রোটিনধর্মী হরমোন । ইনসুলিন দেহের প্রয়োজনে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে । গুরুত্বপূর্ণ এই হরমোনটি তৈরি হয় দেহের প্যানক্রিয়াস নামের অঙ্গে । বাংলায় প্যানক্রিয়াস কি বলে অগ্ন্যশয় ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
কিবোর্ড কমান্ড - কাজ Ctrl + S = Save Ctrl + C = Copy Ctrl + X = Cut Ctrl + V = Paste Ctrl + Z = Undo Ctrl + Y = Redo Ctrl + P = Print Ctrl + H = Replace Ctrl + F = Find
ভারতের পাঁচ রাজ্যের সঙ্গে বাংলাদেশ সীমানার ৪ হাজার ৯শ ৬.৭ কি.মি. ছুঁয়ে রয়েছে । তার মধ্যে সবচেয়ে বেশি ছুঁয়ে আছে পশ্চিমবঙ্গের সঙ্গে । ২ হাজার ২১৭ কি.মি. সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে ।
আইসল্যান্ড একটি ছোট দ্বীপ কিন্তু দেশটি ১ কথায় অপূর্ব । আলাস্কার মতো উত্তরের দেশ বলে আলাস্কার মতোই ঠান্ডা ।বরফের প্রাচুর্য সত্বেও দেশটা ছোট বড়ো আগ্নেয়গিরি ও গেইসারে ( গরম জলের ফোয়ারা) ভরা । বরফ ও আগুনের এই অদ্ভুত সমন্বয়ের জন্যই আইসল্যান্ড খুব পরিচিত ।
বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস । এই দিনটিতের জাতিসংঘের মানবিক পরিবেশ কনফরেন্স (United Nation Conference on the Human Environment) শুরু হয়েছিল । এই কনফরেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা । তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে । দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে ।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো ভারত । উল্লেখ্য, ২০২০ আইসিসি অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা ২০২০ সালের ১৭ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় । বাংলাদেশ ডিএলএস অনুসারে ভারতকে ৩ উইকেটে হারায় । আর অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন আকবর আলী ।
ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭টি রাজ্যকে ‘Seven Sister’ বলা হয় । রাজ্যগুলো হলোঃ আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড । আর বাংলাদেশের সীমান্তবর্তী অথচ সেভেন সিস্টারভুক্ত নয় ভারতের রাজ্যটির নাম পশ্চিবঙ্গ ।
২০২১ সালের ২৭ মার্চ তারিখে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের রাজধানী তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে করে বলবৎ করেন। চীন-ইরান সম্পর্কের ক্ষেত্রে এটি একটি মাইলফলক চুক্তি। এক চুক্তির ফলে ইরানের তেল-গ্যাস, ব্যাংকিং, টেলিকম, বন্দর উন্নয়ন, রেলওয়ে উন্নয়ন ও আরও ডজনখানেক গুরুত্বপূর্ণ খাতে ব্যাপক বিনিয়োগ করবে চীন।
‘অসমাপ্ত আত্নজীবনী’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রথম আত্নজীবনমূলক গ্রন্থ যা ২০১২ সালের জুন মাসে প্রকাশিত হয় । তাঁর দ্বিতীয় আত্নজীবনমূলক গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’ প্রকাশিত হয় ২০১৭ সালের মার্চ মাসে । আর সর্বশেষ তৃতীয় আত্নজীবনমূলক গ্রন্থ ‘আমার দেখা নয়াচীন’ প্রকাশিত হয় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ।
বর্তমান মুজিবনগরের পূর্বনাম ভবের পাড়া। এখানে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়। ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষনা পত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। ১৯৭১ সালে ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় .
ধরি, ƒ(x) = x3+ 6x2+11x+6 এখানে, x = − 1 বসালে ƒ(x) = 0 হবে, তাই (x+1) ƒ(x) এর একটি উৎপাদক হবে । এভাবে x = − 2 এবং x = − 3 বসালে উভয় ক্ষেত্রেই ƒ(x) = 0 হবে । কাজেই বলা চলে (x+1). (x+2) এবং (x+3) হবে, ƒ(x) এর উৎপাদক । কিন্তু, x = − 4 বসালে ƒ(x) = − 6 আসে, তাই (x+6), ƒ(x) এর উৎপাদক হবে না ।
দেয়া আছে, ƒ(x) = x2 ⇒ ƒ(a + b) = (a + b)2 আবার, ƒ(a − b) = (a − b)2 এখন দেয়া আছে, ƒ(a + b) + ƒ(a − b) = (a + b)2 + (a − b)2 = a2 +2ab + b2 + a2 − 2ab +b2 = 2a2 + 2b2
দেয়া আছে, x + y = 4 x − y = 3 ___________________ (+) করে 2x = 7 ∴ x = 7/2 আবার, x + y = 4 x − y = 3 ___________________ (−)করে 2y = 3 ∴ y = 1/2 অতএব, 8xy = 8×7/2×1/2= 14
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।