জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)(ওয়্যারলেস অপারেটর/হিসাবরক্ষক কাম-ক্যাশিয়ার) - ১১.০৯.২০২১ (80 টি প্রশ্ন )
ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ইট্রাবাইট (YB)
বাইনারি একটি সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে কেবলমাত্র ০ এবং ১ দিয়ে প্রকাশ করা হয়। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই। ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। এছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে ‘বিট’ বলা হয়।
ফেসবুক বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম .২০০৪ সালে মার্কিন যুবক মার্ক জুকারবারগ তার চার বন্ধুকে নিয়ে ফেসবুক প্রতিষ্ঠা করেন ।
Microsoft windows একটি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম এমন একটি সফটওয়্যার, যা কম্পিউটারের কার্যব্যবস্থা নিয়ন্ত্রণ করে। গুরুত্বপূর্ণ অপারেটিং সিস্টেমগুলো হলো- MS DOS, OS/2, MS, Windows NT ইত্যাদি। ১৯৮০ এর দশকে বিল গেটস Microsoft windows তৈরি করেন এবং ১৯৯০ সালে এটি কম্পিউটারে প্রথম ব্যাবহার করেন। 
আধুনিক কম্পিউটারের আবিষ্কারক হলেন হাওয়ার্ড আইকেন। কম্পিউটারের জনক হলেন চার্লস ব্যাবেজ এবং আধুনিক কম্পিউটারের জনক হলেন জন ভন নিউম্যান
বঙ্গভবন হলো বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয়। এটি ঢাকার দিলকুশায় অবস্থিত। প্রথম দিকে এটি ব্রিটিশ ভাইসরয়ের অস্থায়ী সরকারি বাসভবন ও পরে পূর্ব বাংলার গভর্নরের সরকারি বাসভবন ছিল। তখন এই ভবন গভর্নর হাউজ নামে পরিচিত ছিল। উত্তরা গণভবন হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন আর গণভবন হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।
ভারতীয় অংশে বাংলাদেশের ছিটমহল ছিল কুচবিহারে - ৪৭টি ও জলপাইগুড়িতে - ৪।
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ৩১ জুলাই রাত ১২টায় বা ১ আগস্ট দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়। এর ফলে বাংলাদেশের সীমানার মধ্যে ভারতের ১১১টি ছিটমহল এবং ভারতের ভূখন্ডের ভিতর বাংলাদেশের ৫১টি ছিটমহল যুক্ত হয়।
-কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি পর্বতশৃঙ্গ।
-এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ, যার উচ্চতা ৮৫৮৬ মিটার।
-এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত।
-উত্তরবঙ্গের পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার কয়েকটি এলাকা থেকে নভেম্বর মাসে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ স্পষ্ট দেখা যায়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তিনি ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী হিসাবে ১৯৬৬-১৯৭৭ এবং ১৯৮০-১৯৮৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দ্য কনসার্ট ফর বাংলাদেশ ছিল ১ আগস্ট ১৯৭১ সালের রবিবার নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রায় ৪০,০০০ দর্শকের উপস্থিততে অনুষ্ঠিত ,সাবেক বিটলস সংগীতদলের লিড গিটারবাদক জর্জ হ্যারিসন এবং ভারতীয় সেতারবাদক রবিশঙ্কর কর্তৃক সংগঠিত দুটি বেনিফিট কোনসার্ট .১৯৭১ সালের পহেলা অগাস্টের সেই আয়জনে অংশ নিয়েছিলেন পপ সঙ্গীতের তৎকালীন সুপারস্টার বব ডিলান ,জর্জ হ্যারিসন এবং এরিক ক্লেপটনের মত তারকারা ।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ৭ জন মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয় । তারা হলেন ঃ
- ল্যান্স নায়ক নুর মোহাম্মদ শেখ ,
- ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রউফ ,
- ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ,
- ইঞ্জিনরুম আর্টইফিসার রুহুল আমীন ,
- সিপাহী মোহাম্মদ মস্তফা কামাল ,
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এবং
- সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান ।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে ফজল-এ-খোদা ‘সালাম সালাম হাজার সালাম' গানটি রচনা করেন। ১৪ মার্চ, ১৯৭১ সালে গানটি প্রথম বেতারে প্রচার করা হয়। গানটির প্রথম শিল্পী ছিলেন আব্দুল জব্বার।
• ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে (বৃহস্পতিবার, ৮ ফাল্গুন, ১৩৫৮ বঙ্গাব্দ) ভাষা সৈনিক গাজীউল হকের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সকাল ১০ টায় সভার কার্যক্রম শুরু হয়।
• আব্দুস সামাদের পরামর্শে ১০ জনের একটি করে দল বেরিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
• প্রথম দলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র হাবিবুর রহমান।
• পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষে একপর্যায়ে পুলিশ মিছিলে গুলি চালালে রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার, আবুল বরকত, আব্দুস সালামসহ অনেকে শহিদ হন।
হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের মুখে প্রাণ বাঁচাতে ২০১৭ সালে আট লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য যুক্তরাজ্য ভিত্তিক ‘চ্যানেল ফোর' এর এশিয়ান প্রতিনিধি জনাথন মিলার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'Mother of Humanity' বলে আখ্যায়িত করেন।
আ.হ.ম মুস্তফা কামাল ৭ জানুয়ারি, ২০১৯ সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের ১১তম অর্থমন্ত্রী।
বিশ্বের দুস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রস, যা ১৮৬৩ সালে প্রতিষ্ঠা করেন সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট। এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। মানবতার সেবায় অবদানের জন্য সংস্থাটি ১৯১৭. ১৯৪৪ ও ১৯৬৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ৫০টি দেশের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- প্রতিবছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো কনফারেন্সে উপস্থিত ছিলো না। পোল্যান্ড ১৫ই অক্টোবর ৫১তম দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

আফগানিস্তানে ২০০১-২০২০ পর্যন্ত দীর্ঘ সময়ে চলা যুদ্ধ ও সহিংসতা বন্ধে ঐকমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও তালেবান। দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও তালেবান ২৯ ফেব্রুয়ারি, ২০২০ সালে কাতারের রাজধানী দোহায় শান্তি চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, ১১ সেপ্টেম্বর, ২০২১ সালে যুক্তরাষ্ট্র সৈন্য ফিরিয়ে নিতে চাইলেও এর পূর্বেই ৩১ আগস্ট, ২০২১ সালে সৈন্য ফিরিয়ে নেয়। উল্লেখ্য, ১৫ আগস্ট, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়।
উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। এটি তাম্র-ব্রোঞ্জ যুগের নিদর্শন। সিন্ধুনদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এ সভ্যতার নাম রাখা হয় সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতাকে অনেকে হরপ্পা সভ্যতা বলে থাকে। সিন্ধু সভ্যতার সময়কাল ছিল ৩৫০০-১৫০০ খ্রিষ্টপূর্বাব্দ। এ সভ্যতার দুটি নগর হলো হরপ্পা ও মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো নগরীটি ১৯২২ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন। নগরীটি বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। ১৯৮০ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১৪৯২ সালে কলম্বাস উত্তর আমেরিকা আবিষ্কার করেন। পানামা খাল উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে। 
- পানামা খালকে বলা হয় প্রশান্ত মহাসগরের প্রবেশদ্বার । 
- এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে ।
- দৈর্ঘ্য ৮০ কিমি ও প্রস্থে ৯১ মিটার হলেও এটি পৃথিবীর গরভীরতম (১৪ মিটার ) খাল । 
- ১৯৮১ সালে ফ্রান্স প্রথম খালটি খনন কাজ আরম্ভ করে। প্রকৌশলগত ক্রুটির কারণে ফান্স খাল খনন কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে ১৯০৪ সালে আমেরিকা খালটির খনন আরম্ভ করে এবং ১৯১৪ সালে সমাপ্ত করে। 
-  পরবর্তীতে ১৫ ডিসেম্বর ১৯৯৯ এটিকে পানামার নিকট হস্তান্তর করা হয় ।
- এ মহাদেশের মধ্য আমেরিকা থেকে মিসিসিপি অববাহিকা পর্যন্ত সুবিস্তৃত সমভূমি অঞ্চলকে প্রচুর পরিমাণে গম উৎপাদনের জন্য ‘বিশ্বের রুটির ঝুড়ি’ বলা হয়।

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট । এর উচ্চতা ৮৮৫০ মিটার।
- প্রথম বাঙালি হিসেবে ১৯ মে, ২০০৪ সালে সত্যব্রত দাস মাউন্ট এভারেস্ট জয় করেন।
- প্রথম বাংলাদেশি পুরুষ হিসাবে ২৩ মে, ২০১০ সালে মুসা ইব্রাহিম এবং
- প্রথম নারী হিসাবে ১৯ মে, ২০১২ সালে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন।
- ওয়াসফিয়া নাজরীন ২৬ মে, ২০১২ সালে দ্বিতীয় বাংলাদেশী এবং সর্বকনিষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন। এছাড়াও তিনি বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (সেভেন সামিট) জয় করেন।
- ইন্দোনেশিয়ার পশ্চিমে ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ সুমাত্রা। 
- এককভাবে এটি ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ।
- এর আয়তন ৪৭৩৪৮১ বর্গ কি.মি।

বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত।
- এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩১ জুলাই, ২০০৪ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সংস্থাটির নবম মহাসচিব। তিনি পর্তুগালের নাগরিক।
- ২০১৭ সালের ১ জানুয়ারি তিনি জাতিসংঘের ৯ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আবার দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন।
৩ নভেম্বর ,২০২০ সালে যুক্তরাষ্ট্রের ৫৯ তম প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ।
বর্গক্ষেত্রটির একবাহুর দৈর্ঘ্য =বর্গক্ষেত্রটির পরিসীমা/ ৪
                                          =৪৪/৪
                                          =১১ মিটার

বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল =(এক বাহুর দৈর্ঘ্য )²
                                  =১১²
                                   =১২১ বর্গমিটার


ত্রিভুজটির ক্ষেত্রফল ১/২ × ভূমি × উচ্চতা
                              =১/২ × ১০ × ৪
                             =২০ বর্গ মিটার


১২০ ডিগ্রী কোণের সম্পূরক কোণ (১৮০-১২০)⁰=৬০⁰
(a-b)²=a²-2ab+b²

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
(a+b) ²=a²+2ab+b²
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0