Solution
Correct Answer: Option D
-যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, উৎপন্ন ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
-যেমন:
-যেখানে বাঘের ভয়,
-সেখানে সন্ধ্যা হয়।
-প্রদত্ত উদাহরণে ‘বাঘকে’ ভয় পাওয়ার কথা বলা হয়েছে এবং
-‘বাঘের সাথে ষষ্ঠী বিভক্তি (বাঘ+এর = বাঘের) যুক্ত হয়েছে।
-সুতরাং, এটি অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি।