'আকাশ ও পৃথিবীর অন্তরাল' এর এক কথায় প্রকাশ নিচের কোনটি ?
A ক্রন্দসী
B রোদসী
C আরাধ্য
D অরিন্দম
Solution
Correct Answer: Option B
আকাশ ও পৃথিবী বা স্বর্গ ও মর্ত্য ক্রন্দসী
আকাশ ও পৃথিবীর অন্তরাল রোদসী
ইহকাল বিষয়ক- পার্থিব;
আরাধনা করিবার যোগ্য- আরাধ্য;
শত্রুকে দমন করে যে- অরিন্দম।
উৎসঃ ৯-১০ম শ্রেণির ব্যাকরণ ও সৌমিত্র শেখর