ঢাকা ও চট্টগ্রাম দূরত্ব ৩০০ কি মি ।ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে বিকাল ৩টায় চট্টগ্রাম পৌঁছে ।ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল ?
A ৩৬ কি.মি
B ৩৭ কি.মি
C ৩৭.৫ কি.মি
D ৪০ কি.মি
Solution
Correct Answer: Option C
সময় লাগে ৩pm-৭am
=৮ ঘণ্টা
অতএব ,
গড় গতিবেগ =দুরত্ব/সময় =৩০০/৮
=৩৭.৫ কি মি /ঘণ্টা